বাংলাহান্ট ডেস্ক: খুন নয়, ব্যর্থতার জেরেই আত্মহত্যা করেছেন সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput)। এমনটাই বক্তব্য শিব সেনা (shiv sena) সাংসদ সঞ্জয় রাউতের (sanjay raut)। শিব সেনার মুখপত্র ‘সামনা’তে তিনি লেখেন, স্বজন পোষন সব ইন্ডাস্ট্রিতেই আছে। শুধু যদি বলিউডেই এটা থাকত তাহলে প্রতিদিনই একজন না একজন অভিনেতা আত্মহত্যা করতেন। এর জন্য বলিউডের কিছু ব্যক্তিত্বদের দায়ী করা উচিত নয়।
সংবাদ মাধ্যমের বিরুদ্ধেও তোপ দেগেছেন সঞ্জয় রাউত। তাঁর বক্তব্য, সুশান্তের মৃত্যুকে সংবাদ মাধ্যম ‘উৎসব’এর মতো পালন করছে। তিনি আরও অভিযোগ করেন, দেশে কৃষকের আত্মহত্যা বা সেনা জওয়ানের মৃত্যুতে মিডিয়ার এত তৎপরতা দেখা যায় না যতটা সুশান্তের মৃত্যুতে দেখা যাচ্ছে।
আত্মহত্যাকে একটা ‘ট্রেন্ড’ হিসাবে অভিহিত করে সঞ্জয় রাউত বলেন, যত শীঘ্র সম্ভব সংবাদ মাধ্যমের উচিত সুশান্তের খবর কভার করা বন্ধ করা নাহলে এটা একটা ট্রেন্ডে পরিণত হবে। একের পর এক আত্মহত্যার খবর আসছে। সুশান্তের দেখাদেখি এটা একটা ট্রেন্ডে পরিণত হবে।
শিব সেনা সাংসদের কথায়, “সুশান্ত নিজেকেয়সবার থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। উনি মানসিক ভাবে সুস্থ ছিলেন না। ব্যর্থতার জন্য নিজের বান্দ্রার বাড়িতে আত্মহত্যা করেন তিনি। এতে বলিউডের মাফিয়া রাজ ও নেপোটিজমের বাড়াবাড়ি ফাঁস হয়ে গিয়েছে।” তিনি আরও বলেন, সুশান্তের কাছে বাড়ি, দামি গাড়ি, অর্থ সবই ছিল। আর্থিক ভাবে কোনও সমস্যাই ছিল না তাঁর। এতেই প্রমাণ হয় এটা খুন না।
মুখপত্রে সঞ্জয় রাউত কঙ্গনা রানাওয়াত ও সোনু নিগমের কথাও উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, “কঙ্গনা বলিউডে নেপোটিজমের রমরমা ফাঁস করে দিয়েছেন। সোনু নিগমও সরব হয়েছেন নেপোটিজমের বিরুদ্ধে। কিন্তু ইন্ডাস্ট্রিতে নতুন প্রতিভারাও আসে। এখানে শুধুমাত্র কঠিন পরিশ্রমটাই মূল্য পায়।”