বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দুই মরশুম আগে দল ভালো ছন্দে থাকা সত্ত্বেও আচমকাই এটিকে মোহনবাগান কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাসকে। কিন্তু গত মরশুমে আইএসএল জয়ের পর এই মরশুমে তাকে মোহনবাগান সুপার জায়ান্টসের সংসারে ফের ফিরিয়ে আনলেন সঞ্জীব গোয়েঙ্কা।
না, এবার আর হেড কোচ নয়, এবার সবুজ-মেরুণ শিবিরে হাবাস এসেছেন একজন টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে। দলের সঙ্গে আগে থেকেই এক ঝাঁক তারকা যুক্ত রয়েছেন। মরশুম পুরোদমে শুরু হওয়ার আগে আরও একাধিক তারকা যুক্ত হতে পারেন। তারই মধ্যে হাবাসের প্রত্যাবর্তন চমকে দিয়েছে সকলকে।
সমর্থকরা অবশ্য নিজেদের পুরোনো কোচ নতুন দায়িত্বে ক্লাবে ফিরছেন দেখে খুশি। আইএসএল-এর ইতিহাসে হাবাস সর্বাধিক সফল কোচ। তাই শুক্রবার দুপুরে আপডেট দিয়ে যখন মোহনবাগান শিবির জানিয়ে দিল যে নতুন দায়িত্বে জুয়ান ফেরান্দোর সঙ্গেই মোহনবাগানে কাজ করবেন তিনি নতুন ভূমিকায়, তখন অনেকেই আনন্দিত হয়েছেন।
কিন্তু এখানে একটা খারাপ বিষয়ের আশঙ্কাও দেখছেন অনেকেই। চলতি সপ্তাহেই জুয়ান ফেরান্দোর সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়িয়েছে মোহনবাগান। তারপর শুক্রবারের এই ঘোষণা বলা হয়েছে যে পরামর্শদাতা হিসাবে দলের স্ট্র্যাটেজি তৈরি থেকে টেকনিক্যাল বিভাগকে সাহায্য করার কাজ করবেন হাবাস।
সকলেই জানেন যে হাবাস একজন অত্যন্ত অহংকারী এবং দাম্ভিক প্রকৃতির মানুষ এবং সেই বিষয়টি তার সাফল্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি কি অন্য কোন কোচের দৃষ্টিভঙ্গির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে কাজ করতে পারবেন? যারা দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবল দেখছেন তারা জানেন যে হাবাস এবং ফেরান্দোর কোচিং স্টাইল সম্পূর্ণ ভিন্ন! এক বনে কি দুই বাঘ থাকতে পারে সেই নিয়ে অনেকের মনে আশঙ্কা তৈরি হচ্ছে।