বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় মিডিয়া ব্যারন সংযোগ গুপ্তা সোমবার জয় শাহের নেতৃত্বাধীন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (International Cricket Council) নতুন CEO হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি অস্ট্রেলিয়ার জিওফ অ্যালার্ডিসের স্থলাভিষিক্ত হবেন। যিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন।
ICC (International Cricket Council)-র নতুন CEO সংযোগ গুপ্তা:
প্রসঙ্গত উল্লেখ্য যে, সংযোগ গুপ্তা এখনও পর্যন্ত জিওস্টারে সিইও (স্পোর্টস) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তাৎক্ষণিকভাবে তাঁর নতুন ভূমিকা গ্রহণ করবেন। পাশাপাশি, সংযোগ হবেন ICC (International Cricket Council)-র সপ্তম সিইও। এমতাবস্থায়, ICC জানিয়েছে যে, এই পদের জন্য ২৫ টি দেশ থেকে ২,৫০০ টিরও বেশি আবেদনপত্র মিলেছিল। যার মধ্যে ১২ জন প্রার্থীকে শর্টলিস্ট করা হয়।
ওই নামগুলি মনোনয়ন কমিটির কাছে পাঠানো হয়। ওই কমিটির মধ্যে রয়েছেন ICC (International Cricket Council)-র ভাইস-চেয়ারম্যান ইমরান খাজা, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ECB) চেয়ারম্যান রিচার্ড থম্পসন, শ্রীলঙ্কা ক্রিকেটের (SLC) সভাপতি শাম্মি সিলভা এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সচিব দেবজিৎ সাইকিয়া। তাঁরাই সংযোগ গুপ্তাকে এই পদের জন্য সুপারিশ করেন। পরবর্তীকালে, ICC চেয়ারম্যান জয় শাহ তা অনুমোদন করেন।
আরও পড়ুন: বন্ধু চিনের সাথে “বিশ্বাসঘাতকতা” পাকিস্তানের? এই বড় চুক্তিকে করল অস্বীকার! সামনে এল “আসল সত্যি”
এই প্রসঙ্গে ICC (International Cricket Council) তাঁর বিবৃতিতে প্রো কাবাডি লিগ এবং ইন্ডিয়ান সুপার লিগের (ফুটবল) মতো অন্যান্য লিগের শুরু ও সম্প্রসারণ এবং প্রিমিয়ার লিগ ও উইম্বলডনের মতো বিশ্বব্যাপী প্রতিযোগিতার প্রচারে সংযোগ গুপ্তার ভূমিকার কথাও উল্লেখ করেছে। জানিয়ে রাখি যে, সংযোগ গুপ্তা একজন সাংবাদিক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন এবং ২০১০ সালে স্টার ইন্ডিয়াই (বর্তমানে জিওস্টার) যোগদান করেন। ২০২০ সালে তিনি ডিজনি এবং স্টার ইন্ডিয়ার ক্রীড়া প্রধান নিযুক্ত হন। ২০২৪ সালের নভেম্বরে ভায়াকম১৮ এবং ডিজনি স্টারের সংযুক্তিকরণের পর তিনি জিওস্টার স্পোর্টসের সিইও নিযুক্ত হন।
আরও পড়ুন: যোগ দেননি ব্রিকস সম্মেলনে! রাষ্ট্রপতির পদ থেকে অবসর নিতে চলেছেন জিনপিং? কী পরিস্থিতি চিনে?
ICC (International Cricket Council) -র CEO পদটি এর আগে অস্ট্রেলিয়ান ডেভিড রিচার্ডস থেকে শুরু করে ম্যালকম স্পিড এবং অ্যালার্ডাইস সামলেছেন। এছাড়াও, দক্ষিণ আফ্রিকার ডেভিড রিচার্ডসন, হারুন লরগাট এবং ভারতে জন্মগ্রহণকারী মনু সাহনি এই পদ সামলেছেন।