খেলতে খেলতে কিনে নিলেন দল! সবাইকে চমকে দিয়ে বড় পদক্ষেপ সঞ্জু স্যামসনের

বাংলা হান্ট ডেস্ক: সঞ্জু স্যামসন (Sanju Samson)! ক্রিকেট জগতের এক উজ্জ্বল নক্ষত্র। রাজস্থান রয়্যালসের অধিনায়কও তিনি। আর তাঁর অধিনায়কত্বের দক্ষতা নিয়ে কোনও কথা হবে না। চলতি বছরের IPL-এর মরশুমে তাঁর অধিনায়কত্ব প্রশংসা কুড়িয়েছে। আর এবার তাঁকে শুধু ব্যাট হাতে নয়, দেখা যাবে অন্য ভূমিকায়। কারণ ক্রিকেটার এখন দল কিনেছেন। রাজস্থান রয়্যালসের অধিনায়ক হয়ে গেলেন একটি ফ্র্যাঞ্চাইজি দলের মালিক।

অনেকের মনে কৌতূহল তাহলে কি তিনি ক্রিকেট দল কিনে নিলেন? তাহলে জানিয়ে রাখি ক্রিকেটার কিনেছেন একটি ফুটবল দল। আসলে সঞ্জু স্যামসনের (Sanju Samson) ছোট থেকেই ফুটবেলের প্রতি এক আলাদাই ভালোবাসা রয়েছে। অবসর সময়ে তাঁকে প্রায় সময় ফুটবল নিয়ে মাঠে খেলতে দেখা যায়। আর সেই ভালোবাসার টানে আজ তিনি ফুটবল দল কিনে নিয়েছেন।

Sanju Samson become owner of new team.

জানা গেছে কেরল সুপার লিগে মালাপ্পুরম এফসি-র অন্যতম মালিক হয়েছেন সঞ্জু (Sanju Samson)। সোমবার কোচির মাঠে ফোর্সা কোচিকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে মালাপ্পুরম দল অর্থাৎ সঞ্জুর দল। আর তারপরই ঘোষণা করা হয়, দলের নতুন মালিক হয়েছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক তথা ক্রিকেটার সঞ্জু স্যামসন। তবে এই দলের পুরো মালিকানা তিনি পাননি, যুগ্ম মালিক হয়েছেন।

আরও পড়ুন: তৈরি হবে ইতিহাস! এবার একই দলের হয়ে মাঠে নামবেন কোহলি-আজম? সামনে এল বড় তথ্য

এর আগে, মালাপ্পুরম দলের মালিক ছিলেন আজমল বিসমি, আনোয়ার আমিন এবং বেবি নীলাম্ব্র। সেই তালিকায় এখন যুক্ত হলেন সঞ্জু (Sanju Samson)। তবে এখানে বলে রাখা ভালো কেরালা সুপার লিগে এই দলটি প্রথম খেলছে। এর ফলে মোট ৬ টি দল খেলছে এবারের লিগে।

আরও পড়ুন: PNB কেলেঙ্কারি মামলায় ED-র কড়া অ্যাকশন! পলাতক নীরব মোদীর ২৯ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

কিন্তু এখনও পযর্ন্ত সর্বভারতীয় ফুটবল সংস্থার অনুমোদন পায়নি এই প্রতিযোগিতা। তবে, কেরলে যে পরিমাণ ফুটবল নিয়ে উম্মাদনা সৃষ্টি হয়েছে তাতে খুব তাড়াতাড়ি এই লিগও ফেডারেশনের নজরে আসতে পারে বলে আশা করা হচ্ছে। যদিও, সঞ্জু স্যামসন (Sanju Samson) এই মুহূর্তে দলীপ ট্রফির খেলায় ইন্ডিয়া-ডি দলে রয়েছেন। প্রথমে খেলার সুযোগ না পেলেও ঈশান কিশান চোট পাওয়ার পরে সঞ্জুকে নেওয়া হয়েছে। তবে, প্রথম একাদশে জায়গা পাননি সঞ্জু। কারণ প্রথম ম্যাচেই উইকেটকিপার হিসাবে ছিলেন শ্রীকর ভরত। বাংলাশের বিরুদ্ধে টেস্ট সিরিজেও জায়গা হয়নি সঞ্জুর।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর