“ছেলের কেরিয়ার নষ্ট করেছে…..”, ধোনি-বিরাট সহ মোট ৪ জনের ওপর বড় অভিযোগ করলেন সঞ্জুর বাবা

বাংলা হান্ট ডেস্ক: ভারতের তারকা ক্রিকেটার সঞ্জু স্যামসনের (Sanju Samson) বাবা স্যামসন বিশ্বনাথের একটি বক্তব্য এবার উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তিনি তাঁর একটি প্রতিক্রিয়ায় এমএস ধোনি থেকে শুরু করে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ের মতো তারকা ক্রিকেটারদের বিরুদ্ধে একটি বড় অভিযোগ তুলেছেন।

কি জানিয়েছেন সঞ্জু স্যামসনের (Sanju Samson) বাবা:

বিশ্বনাথ মনে করেন, ওই চারজনের কারণেই তাঁর ছেলে অর্থাৎ সঞ্জুর ক্রিকেট কেরিয়ার নষ্ট হয়ে গেছে। জানিয়ে রাখি যে, গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হওয়ার পরে, সঞ্জু স্যামসন (Sanju Samson) T20 দলে ফিরে আসেন এবং সম্প্রতি তিনি টানা দু’টি ম্যাচে সেঞ্চুরি করে সবাইকে অবাক করেছেন।

ঠিক এই আবহেই একটি মিডিয়া সাক্ষাৎকারে স্যামসন বিশ্বনাথ জানিয়েছেন যে, “৩ থেকে ৪ জন আছেন, যাঁদের কারণে আমার ছেলের ১০ বছরের কেরিয়ার নষ্ট হয়েছে। ধোনি জি, বিরাট কোহলি জি, রোহিত শর্মা জি এবং কোচ রাহুল দ্রাবিড় জি। এই চারজন মানুষের কারণে আমার ছেলেকে ১০ বছর সংগ্রাম করতে হয়েছিল। কিন্তু তাঁরা আমার ছেলেকে যত বেশি অপেক্ষা করিয়েছেন, সঞ্জু স্যামসন ততই শক্তিশালী হয়ে উঠেছে।” উল্লেখ্য যে, সঞ্জু স্যামসন (Sanju Samson) এই বছর ভারতের T20 বিশ্বকাপ স্কোয়াডের অংশ ছিলেন। কিন্তু, প্রস্তুতি ম্যাচে খারাপ পারফরম্যান্সের কারণে তাঁকে প্লেয়িং ইলেভেন থেকে বাদ দেওয়া হয়েছিল।

Sanju Samson father made a big complaint.

নতুন অধিনায়ক ও কোচের সমর্থন পেয়েছেন: ভারতের নতুন হেড কোচ গৌতম গম্ভীরের অধীনে, ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম সাদা বলে সিরিজ খেলেছিল। যেখানে স্যামসন (Sanju Samosn) সুযোগ পাননি। কিন্তু এরপর T20 দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং কোচ গম্ভীর স্যামসনকে ধারাবাহিকভাবে সুযোগ দিয়ে তাঁর ওপর আস্থা দেখিয়েছেন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় BCCI-এর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ! টিম ইন্ডিয়া নিয়ে ছড়াল বড় গুজব, জানলে হবেন অবাক

এদিকে, এই বিশ্বাস ও সমর্থনের ভিত্তিতেই তিনি টানা দুই ইনিংসে সেঞ্চুরি করেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, আন্তর্জাতিক T20 ক্রিকেটের টানা দুই ইনিংসে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় হিসেবও বিবেচিত হয়েছেন সঞ্জু (Sanju Samson)। তাঁর এই দুর্ধর্ষ পারফরম্যান্স মুগ্ধ করেছে ক্রিকেট অনুরাগীদেরকেও।

আরও পড়ুন: আন্তর্জাতিক স্তরেও দাপট আম্বানির! ব্যবসায়িক ক্ষেত্রে বিশ্বের ১০০ জন “পাওয়ারফুল” ব্যক্তির তালিকায় হলেন সামিল

ক্যাপ্টেন সূর্য আল্টিমেটাম দিয়েছিলেন: জানিয়ে রাখি যে, সঞ্জু স্যামসন (Sanju Samson) সম্প্রতি সূর্যকুমার যাদবের সাথে কি কথাবার্তা হয়েছিল তা প্রকাশ করেছেন। যেখানে তিনি বলেন, “দলীপ ট্রফি চলাকালীন, সূর্য আমার কাছে এসে বলেছিল, “তুমি পরের সাত ম্যাচে ওপেন করবে এবং ফলাফল যাই হোক না কেন, এই সাত ম্যাচে তোমার ওপর সম্পূর্ণ সমর্থন থাকবে।’ আমার কেরিয়ারে প্রথমবারের মতো আমি এমন সমর্থন দেখতে পেয়েছি। যা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে।”


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর