বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আইপিএল এর নবম ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়েলস এবং কিংস ইলেভেন পাঞ্জাব। এই ম্যাচে প্রথমে ব্যাট করে রাজস্থান রয়েলসের সামনে 224 রানের লক্ষ্যমাত্রা খাড়া করে পাঞ্জাবের ব্যাটসম্যানরা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার জস বাটলারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে গেলেও সেই চাপ কাটিয়ে উঠে স্যামসন- স্মিথ পার্টনারশিপ।
শেষের দিকে স্যামসন এবং রাহুল তেহটিয়ার মারকাটারি ব্যাটিং এর সুবাদে বড় রান চেজ করে জয় তুলে নেয় রাজস্থান রয়েলস। এইদিন ব্যাট হাতে সঞ্জু স্যামসন 42 বলে 85 রানের দুর্দান্ত ইনিংস খেলেন, অপরদিকে রাহুল তেহটিয়া এক ওভারে পাঁচটি ছক্কা মারার সুবাদে 31 ফলে 54 রানের দুর্দান্ত ইনিংস খেলেন। আর এই দুজনের ব্যাটে ভর করে বড় রান চেজ করে জয় তুলে নেয় রাজস্থান রয়েলস।
https://twitter.com/Dr_antifreeze/status/1310274481684770816?s=20
What an incredible game of cricket…..Rahul Tewatia, you’ve shown all of us that miracles do happen. Five sixes in an over against an International fast-bowler. Especially after the struggle. A Fairy tale. #RRvKXIP
— Aakash Chopra (@cricketaakash) September 27, 2020
আর এই দুই তরুণ তারকার ম্যাচ জেতানো ইনিংস দেখার পরই সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে এই দুই তারকাকে নিয়ে ব্যাপক আলোচনা। এই দুই তারকাকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে নেট দুনিয়া। অনেকেই দাবি করছেন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত খুবই উজ্জ্বল।
https://twitter.com/Zero_humour/status/1310278364154925056?s=20
5 sixes, 1 over – A Tewatia special.
Rahul Tewatia blasted 5 sixes in one Cottrell over to change the game in a flash. Relive this game-changing moment over and over again.https://t.co/p5SKMwALlz #Dream11IPL #RRvKXIP
— IndianPremierLeague (@IPL) September 27, 2020