সর্বক্ষণ অনুভব করেন অভিষেকের উপস্থিতি, কালীপুজোয় ‘অলৌকিক’ অভিজ্ঞতার সম্মুখীন স্ত্রী সংযুক্তা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বাড়িতে কালীপুজোর রীতি শুরু করেছিলেন অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। তিনি এখন আর নেই। বছর তিনেক হল প্রয়াত হয়েছেন অভিনেতা। কিন্তু তাঁর শুরু করে যাওয়া শ্যামাপুজোর রীতি আজও নিষ্ঠাভরে ধরে রেখেছেন স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। অভিষেক তাঁদের সঙ্গেই আছেন, এমনটাই বিশ্বাস মা মেয়ে সংযুক্তা এবং সাইনার।

অভিষেক (Abhishek Chatterjee) না থাকলেও কালীপুজো করেছেন সংযুক্তা

অভিষেকের মৃত্যুর পর থেকেই একাধিক বার ‘অলৌকিক’ অভিজ্ঞতার সাক্ষী হওয়ার কথা জানিয়েছেন সংযুক্তা। তাঁর বিশ্বাস, অভিষেক (Abhishek Chatterjee) তাঁদের সঙ্গেই আছেন। বিভিন্ন ঘটনা দিয়ে নিজের জানান দেন তিনি। এ বছরও কালীপুজোর দিন এক ‘অলৌকিক’ ঘটনার সাক্ষী হন সংযুক্তা।

Sanjukta chatterjee experienced something in abhishek chatterjee kalipujo

রীতি বজায় রেখে পুজো করেন সংযুক্তা: অভিষেক (Abhishek Chatterjee) যেমন যেমন ভাবে মায়ের পুজো করতেন ঠিক তেমন ভাবেই সংযুক্তাও রীতি মেনে করেন মায়ের আরাধনা। ১০৮ টি পদ্মফুল দিয়ে কালীপুজো করতেন অভিনেতা, সংযুক্তাও ধরে রেখেছেন সেই রীতি। অভিষেক (Abhishek Chatterjee) জায়া বলেন, অভিষেক যে যে ফুল দিয়ে মায়ের পুজো করতেন, তিনিও সেইসব ফুলের অর্ডারই দিয়েছিলেন। তারপর দেখেন কোনও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি সেইসব ফুলই দিয়ে গিয়েছেন। সংযুক্তা বলেন, ভেবেই তাঁর গায়ে কাঁটা দিচ্ছে।

আরও পড়ুন : দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার, বাবা আর সৎমা মিলেই খুন করেছেন মেয়েকে! আলিপুরে নাবালিকা মৃত্যুতে চাঞ্চল্য

কী জানান অভিষেক জায়া: সংযুক্তা বলেন, মা দুর্গা এবং মা কালীকে তিনি স্বপ্নে পেয়েছেন। ইদানিং নাকি দক্ষিণাকালীকে স্বপ্ন দেখছেন তিনি। আগামী বছর হয়তো দক্ষিণাকালীর পুজোও করতে পারেন বলে জানান সংযুক্তা। তিনি বলেন, অভিষেক (Abhishek Chatterjee) নিরামিষ পাঁঠার মাংস ভোগ দিতেন মাকে। তিনিও তেমনটাই করবেন পুজোয়।

আরও পড়ুন : এখানেই রচিত হয় ‘আনন্দমঠ’, আসতেন বঙ্কিমচন্দ্র, বিদ্রোহী কবি! লালগোলার ‘রাজরাজেশ্বরী’ মায়ের ভোগে থাক

বর্তমানে অভিষেক কন্যা সাইনা চট্টোপাধ্যায় ব্যস্ত জি বাংলার সিরিয়াল ‘কনে দেখা আলো’তে। তবে কালীপুজোর দিন শুটিং থেকে তাড়াতাড়ি ফিরে মাকে পুজোর কাজে সাহায্য করেন সাইনা। অভিষেক না থাকলেও ধুমধাম করে পুজো করেছেন সংযুক্তা এবং সাইনা।