বাংলা হান্ট ডেস্ক: উত্তরাখণ্ডের (Uttarakhand) সমস্ত সরকারি মাদ্রাসায় (Madrasa) এবার থেকে পড়ানো হবে সংস্কৃত, এমনটাই ঘোষণা করলেন ওই রাজ্যের ওয়াকফ বোর্ডের প্রধান শাদাব শামস (Shadab Shams)। এরই পাশাপাশি তিনি জানিয়েছেন, মাদ্রাসাগুলির আধুনিকীকরণের উদ্যোগ নিয়ে এনসিইআরটি পাঠ্যক্রম চালু করা হবে। উল্লেখ্য, বর্তমানে উত্তরাখণ্ডে মোট ১১৭টি মাদ্রাসা রয়েছে।
শাদাব শামস জানিয়েছেন, এই নিয়ে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হয়েছে। পাশাপাশি মাদ্রাসাগুলির আধুনিকীকরণের জন্যও নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবার থেকে শিশুদের ড্রেস কোড অর্থাৎ নির্দিষ্ট পোশাক বিধিও কার্যকর করা হবে। তিনি বলেন, ‘উত্তরাখণ্ড দেবতাদের ভূমি। এখানে বসবাসকারী সমস্ত মুসলিম (Muslim) সম্প্রদায়ের মানুষ এখন পরিবর্তন চায়। এমতাবস্তায় ওয়াকফ বোর্ডের মাদ্রাসাগুলিকে আধুনিকীকরণ করায় সবাই খুশি।’ তাঁর মতে, এর ফলে এপিজে আব্দুল কালামের (APJ Abdul Kalam) মতো মানুষের পদাঙ্ক অনুসরণ করে চলতে পারবে পড়ুয়ারা।
#WATCH देहरादून: उत्तराखंड वक्फ बोर्ड के अध्यक्ष शादाब शम्स ने कहा, "उत्तराखंड में वक्फ बोर्ड ने राज्य के 117 वक्फ बोर्ड मदरसों में NCERT पाठ्यक्रम लागू करने का निर्णय लिया है। NCERT पाठ्यक्रम में संस्कृत भी शामिल है। जब हमारे बच्चे हिंदी, अंग्रेजी, गणित, विज्ञान, भौतिक विज्ञान,… pic.twitter.com/7ScAXKfyTC
— ANI_HindiNews (@AHindinews) September 13, 2023
তিনি আরও বলেন, ‘দেবভূমিতে যদি সংস্কৃতই না শেখানো হয় তাহলে কোথায় শেখানো হবে? পড়ুয়াদের সব ভাষা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে হবে। মাদ্রাসার শিক্ষা কোনওভাবে সীমাবদ্ধ না হওয়াই বাঞ্ছনীয়। মুসলিম শিশুদের সব কিছু শেখার প্রয়োজন রয়েছে।’ এই বিষয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami) সমস্ত ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন এমনটাই জানিয়েছেন ওয়াকফ বোর্ডের প্রধান (Waqf Board)। তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আমাদের আশ্বস্ত করেছেন যে, শিশুদের সঠিকভাবে শিক্ষিত করার জন্য যে ধরনের সাহায্য প্রয়োজন হবে, সরকার তার জন্য সর্বদা প্রস্তুত। এখন মাদ্রাসায় শিক্ষিত ছেলেমেয়েরাও ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে উঠবে। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।’
শামসের দাবি, বিজ্ঞানসম্মত শিক্ষা পদ্ধতি এবং ইসলামিক অধ্যয়নকে মিশিয়ে নতুন করে ভাবা হচ্ছে মাদ্রাসার পাঠ্যক্রমকে (Syllabus)। নয়া এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন পড়ুয়া থেকে অভিভাবকেরাও বলে জানিয়েছেন ওয়াকফ বোর্ডের প্রধান। জানা গিয়েছে, নতুন এই পাঠ্যক্রমে সংস্কৃত ছাড়াও পড়ানো হবে হিন্দি, ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা এবং আরবি। খুব শীঘ্রই নয়া এই নির্দেশ কার্যকর হবে।