বাংলাহান্ট ডেস্ক : ভুয়ো ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা করার অভিযোগে শান্তনু সেনের (Santanu Sen) রেজিস্ট্রেশন সাসপেন্ড করেছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল। বৃহস্পতিবার তাঁকে তলব করেছিল কাউন্সিল। সেখানে ‘ভুয়ো’ ডিগ্রি ব্যবহারের দায়ে নাকি দোষী সাব্যস্ত হয়েছেন চিকিৎসক তথা রাজনৈতিক নেতা। তাই দু বছরের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়েছে তাঁর রেজিস্ট্রেশন। আর এবার এই পদক্ষেপের বিরুদ্ধেই গর্জে উঠলেন শান্তনু সেন (Santanu Sen)। দাবি, তাঁর ডিগ্রি মোটেই ‘ভুয়ো’ নয়। জানালেন, আইনি পদক্ষেপ নেবেন তিনি।

ভুয়ো ডিগ্রি ব্যবহারের অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ শান্তনু সেনের (Santanu Sen)
‘ভুয়ো’ ডিগ্রি ব্যবহারের অভিযোগেই সাসপেন্ড হয়েছে ডাক্তারি রেজিস্ট্রেশন? প্রশ্ন করতেই ফুঁসে ওঠেন শান্তনু সেন (Santanu Sen)। বাংলাহান্টের সাংবাদিককে রীতিমতো মেজাজ দেখিয়েই তিনি বলে ওঠেন, “আমি কড়া আপত্তি জানাচ্ছি। আপনাকে ভুয়ো কথাটা কে বলেছে? মেডিকেল কাউন্সিল বলেছে? ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল বলেছে?’
আইনি পদক্ষেপের সিদ্ধান্ত: এরপরেই তিনি বলেন, ” আমার এফআরসিপিটা ব্যবহার করতে পারি কিনা তাই নিয়ে বিতর্ক। এটা একটা সম্মানীয় উপাধি যেটা আমি মনে করি, আমি ব্যবহার করতে পারি। ন্যাশনাল মেডিকেল কাউন্সিল আমাকে বলেছে ব্যবহার করতে পারি। আর এরা বলছে পারি না। অন্যায় ভাবে আমার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। তার বিরুদ্ধে আমি আদালতে লড়ব”।
আরো পড়ুন : শব্দদূষণের অভিযোগ, লাউডস্পিকার ছেড়ে এবার অ্যাপে আজান চালাবে মসজিদ!
কী অভিযোগ উঠেছে: উল্লেখ্য, শান্তনু সেনের (Santanu Sen) বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে নাকি ‘ভুয়ো’ বিদেশি ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা করছিলেন তিনি। সেই অভিযোগ নাকি প্রমাণ হয়েছে বলেও জানিয়েছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়। সেই অভিযোগেই দু বছরের জন্য রেজিস্ট্রেশন সাসপেন্ড করে দেওয়া হয়েছে তাঁর।
আরো পড়ুন : ‘মমতাকে হারাতে হবে, ভাইপোকে জেলে পুরতে হবে’, ২৬-এর লড়াইয়ের জন্য শপথ গ্রহণ শুভেন্দু অধিকারীর
এর আগেও বেআইনি ভাবে বিদেশি ডিগ্রি দেখিয়ে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ উঠেছিল শান্তনু সেনের (Santanu Sen) বিরুদ্ধে। মেডিকেল কাউন্সিলে নথিভুক্ত না করা ডিগ্রি লেটারহেডে দেখানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল রাজ্যের মেডিকেল কাউন্সিল। তিনি তখনই প্রতিবাদ করে বলেছিলেন, বেঙ্গল মেডিকেল অ্যাক্টে অতিরিক্ত যোগ্যতা নথিভুক্ত করা বাধ্যতামূলক নয়। আর এবার রাজ্য মেডিকেল কাউন্সিলের পদক্ষেপের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন শান্তনু সেন।