ছিঁড়ল সন্তুরের তার, প্রয়াত কিংবদন্তি পণ্ডিত শিবকুমার শর্মা

বাংলাহান্ট ডেস্ক: মৃত‍্যু মিছিল থামছে না। প্রয়াত হলেন ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের খ‍্যাতনামা সন্তুর সম্রাট পণ্ডিত শিবকুমার শর্মা (Pandit Shivkumar Sharma)। অনেকদিন ধরে কিডনির সমস‍্যায় ভুগছিলেন তিনি। মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করলেন কিংবদন্তি। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

সন্তুর তাঁর হাতে প্রাণ পেত। শাস্ত্রীয় সঙ্গীতে বাদ‍্যযন্ত্রটির সঠিক মূল‍্যায়ণ করেছিলেন শিবকুমার। হরিপ্রসাদের সঙ্গে তাঁর জুটি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতের অন‍্যতম সম্মানীয় ও খ‍্যাতনামা জুটি। সিলসিলা, চাঁদনি, লমহের মতো বলিউড ছবিতেও সুর দিয়েছিলেন শিব হরি জুটি।

thumbnail Shiv Kumar Sharma
রীতিমতো সংষ্কৃতির চর্চা হত পণ্ডিত শিবকুমারের পরিবারে। জম্মুতে জন্ম হয় তাঁর। বাবা নামী সঙ্গীত শিল্পী উমা দত্তশর্মার কাছে অনেক কম বয়সেই সঙ্গীতে হাতেখড়ি হয়েছিল শিবকুমারের। সন্তুরকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অঙ্গ করে তোলার স্বপ্নটা দেখেছিলেন উমা দত্তশর্মাই। ছেলেকে বেছে নিয়েছিলেন স্বপ্নপূরণের কাণ্ডারী হিসাবে।

ভবিষ‍্যতে একজন সন্তুর বাদক রূপে দেখতে চেয়েছিলেন তিনি শিবকুমারকে। ১৩ বছর বয়স থেকেই বাবার কাছে সন্তুর শিক্ষা নিতে শুরু করেন তিনি। সন্তুর নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষাও করেছেন শিবকুমার। জম্মুর ট্র‍্যাডিশনাল বাদ‍্যযন্ত্রকে সেতার সরোদের সমান মর্যাদা দিতে সক্ষম হয়েছেন পণ্ডিত শিবকুমার শর্মা।

২০০১ সালে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হয়েছিলেন তিনি। পেয়েছেন বহু জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার। তাঁর মৃত‍্যুতে অপূরণীয় ক্ষতি হল ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের জগতে। গত ছয় মাস ধরে কিডনির সমস‍্যায় ভুগছিলেন শিবকুমার।

ডায়ালিসিস চলছিল তাঁর। কিন্তু শেষরক্ষা হল না। উত্ত‍রসূরী হিসাবে ছেলে রাহুল শর্মাকে রেখে গেলেন পণ্ডিত শিবকুমার শর্মা। ছেলেও বাবার মতোই সন্তুরকে আপন করে নিয়েছেন। নামও করেছেন সঙ্গীত জগতে।

Niranjana Nag

সম্পর্কিত খবর