“অপারেশন সিঁদুর” থিমেই আপত্তি? ফের “টার্গেট” সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো! নোটিস পেতে পারেন সজল ঘোষ

Published on:

Published on:

Santosh Mitra Square puja update.

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের দুর্গাপুজোর আর ৩ মাসও বাকি নেই। এমতাবস্থায়, পুজোর কাউন্টডাউন প্রায় শুরু হয়ে গেছে বলা যায়। এই সময়টাতে শহর কলকাতার বড় বড় পুজো কমিটিগুলিতে তুমুল ব্যস্ততা থাকে। যদিও, এই আবহেই নোটিসের পর নোটিস পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square) পুজোতে। হ্যাঁ, বিষয়টি পড়ে অবাক হলেও এটা কিন্তু একদমই সত্যি।

রোষের মুখে সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square) পুজো?

প্রসঙ্গত উল্লেখ্য যে, শহর কলকাতার অন্যতম জনপ্রিয় এবং বড় পুজো হিসেবে বিবেচিত হয় সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square) পুজো। এই পুজোর উদ্যোক্তাদের মধ্যে অন্যতম হলেন বিজেপি নেতা সজল ঘোষ। বিগত বছরগুলিতে নিত্যনতুন ভাবনার মাধ্যমে মন্ডপ তৈরি করে কার্যত গোটা রাজ্যকে চমকে দিয়েছে এই পুজো কমিটি।

Santosh Mitra Square puja update.

এবারেও যাতে তার ব্যতিক্রম না ঘটে সেই লক্ষ্যেই ইতিমধ্যেই চলতি বছরের সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square) থিমও সামনে এসেছে। মূলত, এবার পাকিস্তানের বিরুদ্ধে সদ্য সম্পন্ন হওয়া “অপারেশন সিঁদুর”-এর ভাবনাকে উপস্থাপিত করবে এই পুজো কমিটি। শুধু তাই নয়, ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে পুজোর থিম ভিডিও। যেটি বানানো হয়েছে অ্যানিমেশনের মাধ্যমে।

আরও পড়ুন: তীরে এসে ডুবল তরী! জাদেজার লড়াই ব্যর্থ করেই লর্ডস টেস্ট জিতল ইংল্যান্ড

এদিকে, থিমের বিষয়টি প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবেই তা সাড়া ফেলেছে দর্শকমহলে। কিন্তু, এই আবহেই নতুন করে নোটিস পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, চলতি বছরে এর আগেও একবার নোটিস পেয়েছিলেন তিনি। কিন্তু, ঠিক কী কারণে বারংবার এই পুজোর ক্ষেত্রে তৎপরতার সাথে নোটিস পাঠানো হচ্ছে সেই বিষয়টি এখনও অস্পষ্ট।

আরও পড়ুন: নবান্নে মন্ত্রীসভার বৈঠক চলাকালীন অসুস্থ রাজ্যের মৎস্যমন্ত্রী! তড়িঘড়ি নিয়ে যাওয়া হল SSKM-এ

প্রসঙ্গত উল্লেখ্য যে, সন্তোষ মিত্র স্কোয়ারে দু’বছর আগে উপস্থাপিত হয়েছিল অযোধ্যার “রাম মন্দির”। শুধু তাই নয়, গত বছর আমেরিকার লাস ভেগাস শহরের বিখ্যাত স্ফিয়ার-এর আদলে তৈরি করা হয় মণ্ডপ। এবার, ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের কর্মকাণ্ডকে কুর্নিশ জানিয়ে মণ্ডপ তৈরির পরিকল্পনা করেছে সন্তোষ মিত্র স্কোয়ার।