দু’মাস বন্ধ থাকবে কলকাতার এই ব্যস্ততম রাস্তা! জেনে নিন অন্য কোন পথে পৌঁছবেন গন্তব্যে

বাংলাহান্ট ডেস্ক : কলকাতার এই ব্যস্ততম রাস্তা প্রায় দু মাস বন্ধ থাকতে চলেছে। এর ফলে ঘুর পথে যাতায়াত করতে হবে পথচারীদের। কলকাতার এই রাস্তাটি হল বেহালার (Behala) সন্তোষ রায় রোড (Santosh Roy Road)। এই রাস্তায় চলছে নিকাশির পাইপ বসানোর কাজ। সেই কাজের জন্য একটানা দু মাস বন্ধ থাকবে রাস্তা। জানা গেছে এই পথে যানবাহন বন্ধ থাকবে মঙ্গলবার থেকেই।

রাস্তা বন্ধ থাকার ফলে বদলে যাচ্ছে দুটি বাস ও একটি মিনিবাসের রুট। কলকাতা ট্রাফিক পুলিশের (Kolkata Traffic Police) পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। এই সন্তোষ রায় রোড টালিগঞ্জ থেকে বেহালা যাওয়ার প্রধান রাস্তা। তাই স্বাভাবিকভাবেই সমস্যায় পড়বেন বহু মানুষ। কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কী জানানো হয়েছে?

ট্রাফিক দপ্তর বলছে, নিকাশির কাজের জন্য বন্ধ থাকবে সন্তোষ রায় রোড। তাই মঙ্গলবার থেকে একাধিক গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে অন্য রাস্তা দিয়ে। সন্তোষ রায় রোড জুড়ে নতুন নিকাশির পাইপ বসানোর উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। তাই আগামী ৬০ দিন টালিগঞ্জ থেকে বেহালা চৌরাস্তা ও তার সংলগ্ন রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে।

এই রুটে চলাচল করে বহু গাড়ি। বেশ কিছু বাস রুট এখান দিয়ে যায়। এছাড়াও সাধারণ গাড়ি-অটোতো আছেই। এমনকি মালবাহী গাড়িও যাতায়াত করে এই রাস্তা দিয়ে। জানানো হয়েছে আগামী ১লা অক্টোবর এই রাস্তা খুলে দেওয়া হবে। বিকল্প পথ হিসেবে কী বলছে ট্রাফিক পুলিশ? কলকাতা ট্রাফিক পুলিশের তরফে ভিন্ন রুটের কথা জানানো হয়েছে।

img 20230801 111938

ছোট গাড়িগুলি টালিগঞ্জ থেকে মুচিপাড়া মোড় হয়ে রাজা রামমোহন রায় রোড, জেমস লং সরণি ধরে জলকল‌্যাণ মোড় বা ডায়মন্ডহারবার রোড ধরে শখের বাজার পৌঁছাবে। মুচিপাড়া মোড় থেকে রাজা রামমোহন রায় রোড, জেমস লং সরণি, বীরেন রায় রোড, ডায়মন্ড হারবার রোড হয়ে বেহালা চৌরাস্তা এবং শখের বাজারে পৌঁছাবে মালবাহী গাড়ি ও বাস।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর