বিধানসভা ভোটের আগে ধাক্কা তৃণমূলের, হাই মাদ্রাসায় ৬টি আসনই সংযুক্ত মোর্চার দখলে

Published on:

Published on:

Sanyukt Morcha Stuns TMC in Madrasah Poll
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে উত্তর ২৪ পরগনার রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হল। রবিবার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বাঁকড়া আজিজিয়া হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সম্পূর্ণভাবে হারিয়ে নিরঙ্কুশ জয় পেল সংযুক্ত মোর্চা (Sanyukt Morcha)।

৬টি আসনের সবকটিতেই জয়ী সংযুক্ত মোর্চা (Sanyukt Morcha)

রবিবার অনুষ্ঠিত এই নির্বাচনে সিপিএম-কংগ্রেস-আইএসএফ জোট অর্থাৎ সংযুক্ত মোর্চা (Sanyukt Morcha) ৬টি আসনের সবকটিতেই জয়ী হয়েছে। ফলাফলে সংযুক্ত মোর্চা পেয়েছে ৬টি আসন, তৃণমূল কংগ্রেস একটিও পায়নি। এই ফল প্রকাশের পর থেকেই কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ও উচ্ছ্বাস চোখে পড়ে।

সংযুক্ত মোর্চার (Sanyukt Morcha) কর্মী-সমর্থকদের বিশ্বাস, বিধানসভা নির্বাচনের আগে এই জয় তাঁদের মনোবল অনেকটাই বাড়িয়ে দিল। তাঁদের মতে, এই ফল ভবিষ্যতের লড়াইয়ে আত্মবিশ্বাস জোগাবে। জয়ের পর সংযুক্ত মোর্চার প্রার্থী হবিবুর রহমান বলেন, “আগামী ২০২৬-এর নির্বাচনে আমরা আরও ভাল ফল করতে পারব। হাই মাদ্রাসার নির্বাচন তার নমুনা দেখিয়ে দিল। ৬টি আসনের মধ্যে ৬টি আসনই আমরা জিতেছি। সাধারণ মানুষ আমাদের পাশে আছেন কি না, তার প্রমাণও আজ পাওয়া গেল। বিরোধীদের সব চক্রান্ত উপেক্ষা করেই আমরা এই জয় পেয়েছি। কর্মী-সমর্থকেরা সকলে আমাদের পাশে রয়েছেন। আগামী দিনে আরও ভাল ফল হবে বলেই আশা রাখছি।”

আর এক সংযুক্ত মোর্চার (Sanyukt Morcha) প্রার্থী শফিকুল সর্দার বলেন, “এই রাজ্যের মাটিতে সিপিএম, কংগ্রেস ও আইএসএফ জোটের উপর এলাকার মানুষ ভরসা রেখেছেন। স্বাভাবিক ভাবেই ২০২৬-এর আগে এই জয় আমাদের কাছে বড় অক্সিজেন। এই ফল থেকে আরও ভাল ফল করার উৎসাহ তৈরি হল। কর্মী-সমর্থকেরা অক্লান্ত পরিশ্রম করেছেন। গত কয়েক দিন ধরে নানা হুমকি, পরিবেশ-পরিস্থিতি এবং বাধা-বিপত্তি সামলাতে হয়েছে তাঁদের।”

Sanyukt Morcha Stuns TMC in Madrasah Poll

আরও পড়ুনঃ অনিশ্চিত চাকরি, বঞ্চিত পড়ুয়া! মাদ্রাসা ইস্যুতে বড় নির্দেশ হাই কোর্টের

জয়ের পর শফিকুল সর্দার কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁর বিশ্বাস, আগামী দিনে স্বরূপনগরের মাটিতে সংযুক্ত মোর্চা (Sanyukt Morcha) আরও বড় জয় পাবে।