প্রেম থাকুক মনে, পর্দায় স্ত্রী সোহিনীর ছেলের ভূমিকায় অভিনয় করতেও আপত্তি নেই সপ্তর্ষির

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিয়ে বা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মেয়ের থেকে ছেলের বয়স বেশি হওয়াটাই স্বাভাবিক, এমন ধারণা সমাজে বহুদিন ধরে চলে আসছে। চাপিয়েও দেওয়া হচ্ছে মানুষের মনে। তবুও কিছু কিছু জুটি এই প্রচলিত ধ‍্যান ধারণাগুলোকেই সমূলে গুঁড়িয়ে দেওয়ার সাহস রাখে। এই তালিকাতেই নাম রয়েছে সপ্তর্ষি মৌলিক (Saptarshi Moulik) এবং সোহিনী সেনগুপ্তর (Sohini Sengupta)।

রিল লাইফে দুজনে না এক সিরিয়ালে কাজ করেন আর নাই জুটি হিসেবে অভিনয় করতে পারেন। তবে সপ্তর্ষি সোহিনীর রিয়েল লাইফের রসায়ন যে অনেকের কাছেই ঈর্ষনীয় তা বলার অপেক্ষা রাখে না। প্রেম বয়স মানে না, এ কথা সত‍্যি প্রমাণ করেছেন তাঁরা। দুজনের বয়সের ফারাকের জন‍্য সমালোচনা সয়েছেন অনেক। কিন্তু ওই যে একে অপরের প্রতি বিশ্বাস আর ভালবাসা থাকলে হাজার নেতিবাচকতাতেও কোনো ক্ষতি হয় না।

সপ্তর্ষিকে শেষবার দেখা গিয়েছিল স্টার জলসার ‘শ্রীময়ী’ সিরিয়ালে। সে সিরিয়াল বেশ অনেকদিন হল শেষ হয়ে গিয়েছে। সপ্তর্ষিও ছিলেন বিরতিতে। এখন আবার পুরোদমে ছোটপর্দায় ফিরছেন তিনি। তাও আবার মুখ‍্য চ‍রিত্র দিয়ে। ‘এক্কা দোক্কা’ সিরিয়ালের নায়ক তিনি। বিপরীতে রয়েছেন সোনামণি সাহা।

‘মোহর’ এর জনপ্রিয়তার কথা অজানা নয় সপ্তর্ষিরও। সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, এখন নাকি সোনামণির অনুরাগীরা প্রায়ই তাঁকে পোস্টে ট‍্যাগ করছেন। সোহিনী অবশ‍্য বেশ উপভোগই করছেন বিষয়টা। এমনকি সপ্তর্ষি জানান, সুন্দরী মেয়ে দেখলে তাঁর স্ত্রীই নাকি তাঁকে ডেকে ডেকে দেখান। আবার অন‍্য কোনো ছেলেকে পছন্দ হলে সেটাও বলেন। এমনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুজনের।

সপ্তর্ষির কাছে প্রশ্ন রাখা হয়েছিল, যদি কোনোদিন সোহিনীর ছেলের ভূমিকায় অভিনয় করতে হয় তাঁকে, পারবেন? সপ্তর্ষি চটজলদি উত্তর দেন, তাঁরা পেশাদার অভিনেতা। এসভ নিয়ে ভাবনার অবকাশই নেই। তবে রিয়েলিটি শো তে এসে ব‍্যক্তিগত জীবনযাপন করতে পারতেন না।

X