মুসলিম হয়ে বারবার হিন্দু মন্দিরে ছুটে যান কেন! কড়া জবাবে নিন্দুকদের মুখ বন্ধ করলেন সারা

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের (Bollywood) তরুণ প্রজন্মের পরিচিত মুখ সারা আলি খান (Sara Ali Khan)। ইন্ডাস্ট্রির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়েও কিন্তু ব্যতিক্রমী তিনি। আর পাঁচজন তারকা সন্তানদের থেকে অনেকটাই আলাদা সারা। সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের বড় মেয়ে নম্র, ভদ্র হিসেবে নাম কুড়িয়েছেন ইতিমধ্যেই। তাঁর আরো একটি গুণ রয়েছে, আধ্যাত্মিকতা।

মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াতে ভালবাসেন সারা। বারাণসীর কাশী বিশ্বনাথ, কেদারনাথ থেকে উজ্জয়িনীর মহাকাল মন্দির সহ বিভিন্ন খ্যাতনামা শিবের থান এবং অন্যান্য হিন্দু দেবদেবীদের মন্দির দর্শন করতে দেখা যায় তাঁকে। মন্দির চত্বরে পা রেখেই যেন বিভোর হয়ে যান সারা। ছবির শুটিং থেকে বিরতি পেলেই তাঁর প্রথম গন্তব্য হয় কোনো না কোনো মন্দির।

   

Sara ali khan

অবশ্য সারার এই দিকটা অনেকের কাছেই আপত্তিকর। মুসলিম ধর্মাবলম্বী হয়ে মন্দির দর্শন করার জন্য প্রায়ই কট্টরপন্থীদের নিশানার মুখে পড়েন তিনি। অভিনেত্রীকে ব্যক্তিগত আক্রমণ করতেও পিছপা হন না তাঁরা। এবার নিন্দুকদের উদ্দেশ্যে সরাসরি জবাব দিলেন সারা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, মানুষ যা খুশি তাই বলতে পারে। অন্যরা যদি তাঁর কাজের প্রশংসা করে তাহলে কিছু মাধ্যমে ট্রোল করলেও তাঁর কিছুই যায় আসে না বলে মন্তব্য করেন সারা। নিন্দুকদের মুখে কার্যত ঝামা ঘষে দিয়েছেন তিনি।

সারার কথায়, ‘আপনার ভাল লাগলে ভাল, না লাগলে এমন নয় যে আমি যাওয়া বন্ধ করে দেব। এটা আমার ব্যক্তিগত বিষয়’। কম কথায় ভদ্র ভাবে নিন্দুকদের কড়া জবাব দিয়েছেন অভিনেত্রী। এর আগেও অবশ্য তাঁকে এ বিষয়ে মুখ খুলতে দেখা গিয়েছে কিন্তু ট্রোল থামেনি তাঁকে নিয়ে।

এর আগে সারা বলেছিলেন, ‘আমি আজমের শরীফও একই রকম ভক্তি নিয়ে যাব যতটা বাংলা সাহিব বা মহাকালে নিয়ে যাই। আমি বারবার দর্শন করতে আসব। যার যা খুশি বলতে পারে। আমার কোনো সমস্যা নেই। কোনো জায়গার এনার্জি ভাল লাগতে হবে, সেটা অনুভব করতে হবে’।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর