একা হাতে মানুষ করেছেন মেয়েকে, বাবা সইফ নন মা অমৃতার মতামতই শেষ কথা সারার কাছে

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে তারকা সন্তানদের মধ‍্যে অন‍্যতম সারা আলি খান (sara ali khan)। ‘কেদারনাথ’ ছবি দিয়ে বলি ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি সারাকে। সিম্বা, লভ আজ কাল একের পর এক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন তিনি। এই মুহূর্তে কুলি নাম্বার ওয়ান ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সবথেকে বড় সমালোচকের কথা ফাঁস করেন সারা। অভিনেত্রী জানান, তাঁর মা অমৃতা সিংয়ের মতামতই তাঁর কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সারার কথায়, সকলের মতামতকেই তিনি গুরুত্ব দেন‍। কিন্তু ছোট থেকে তিনি মাকে দেখেই বড় হয়েছেন। অমৃতাই তাঁর উপর সবথেকে বেশি প্রভাব ফেলেছেন। তাই মায়ের মতামতই সারার কাছে শেষ কথা।

Sara Ali Khan in Abu Jani Sandeep Khosla multicoloured anarkali with Amrita Singh featured 1366x768 1
তবে সারা জানান, অমৃতা তাঁকে সবসময় একটাই কথা বলেন। দর্শক, মিডিয়াই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তারাই বিচার করবেন ছবি ভাল হয়েছে নাকি খারাপ। সারা আরো জানান, অমৃতা প্রায়ই একটা কথা বলেন তাঁকে। যেহেতু সারা তাঁর মেয়ে তাই তাঁর সবকিছুই ভাল লাগবে। তাই মিডিয়া ও দর্শকদের সারাকে পছন্দ হওয়াটাই জরুরি।

আগামী ২৫ ডিসেম্বর OTT প্ল‍্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে সারা আলি খান ও বরুন ধাওয়ান অভিনীত কুলি নাম্বার ওয়ান। এছাড়াও সারার হাতে রয়েছে আরো একটি ছবি। অক্ষয় কুমার ও ধনুষের বিপরীতে অতরঙ্গি রে ছবিতে দেখা যাবে তাঁকে। ইতিমধ‍্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং।

সোমবার ছবিতে শাহজাহানের বেশে অক্ষয়ের লুক শেয়ার করেছিলেন সারা। নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছিলেন তিনি। সেখানেই শাহজাহানের মতো সেজে হাতে গোলাপ নিয়ে পোজ দিতে দেখা যায় অভিনেতাকে। ক‍্যাপশনে সারা লেখেন, ‘কারণ এর থেকে বেশি অতরঙ্গি কিছু হতে পারে না। শাহজাহান নয়, ইনি মিস্টার কুমার।’

শুধু অক্ষয়ের ছবি শেয়ার করেই ক্ষান্ত হননি সারা। তাজমহল ও অক্ষয়কে নিয়ে ছন্দ মিলিয়ে একটি কবিতাও শোনান তিনি। সেই কবিতা শুনে মাথায় হাত অভিনেতার। বলেই বসেন, এত জঘন‍্য কবিতা আগে কখনো শোনেননি তিনি। তবে চেষ্টাও চালিয়ে যেতে বলেন সারাকে।

তাজমহলে অতরঙ্গি রে শুটিংয়ের কিছু ছবি, ভিডিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। অক্ষয়কে শাহজাহানের বেশে দেখা গেলেও সারার পরনে ছিল রানি রঙের লেহেঙ্গা চোলি। সেই সব ছবি এখন ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।

Niranjana Nag

সম্পর্কিত খবর