শুধু নাতনি হলেই হয় না, যোগ‍্যতা থাকা চাই, ঠাকুমা শর্মিলা ঠাকুরের বায়োপিকে অভিনয় করা নিয়ে অকপট সারা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সত‍্যজিৎ রায়ের নায়িকা, পরবর্তীকালে বলিউডে ঝড় তোলা অভিনেত্রী- শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) সম্পর্কে যাই বলা হোক না কেন কম পড়ে যায়। তাঁর সৌন্দর্য থেকে ফ‍্যাশন সেন্স, ক্ষুরধার অভিনয় দক্ষতা সবকিছুই আইকনিক বলে মানা হত সেকালে। এত বছর তিনি লাইট ক‍্যামেরা অ্যাকশন থেকে দূরে। তবুও শর্মিলা এখনো সিনেপ্রেমীদের প্রিয় অভিনেত্রী হয়ে আছেন আর থাকবেনও।

অভিজাত ঠাকুর বাড়ির মেয়ে পরে বলিউডে গিয়ে ভিন্নধর্মী মনসুর আলি খান পতৌদিকে বিয়ে করেন। বলিউডের বেগম তিনি। আভিজাত‍্যই আলাদা। ছেলে, মেয়ে, নাতি নাতনিদের নিয়ে ভরা সংসার শর্মিলার। তাঁর ধারা বজায় রেখে ছেলে মেয়ে, নাতি, নাতনিদের প্রায় সবাই এসেছেন অভিনয়ে। সইফ আলি খান যথেষ্ট জনপ্রিয় অভিনেতা। মেয়ে সোহা আলি খান আগে অভিনয় করলেও এখন মন দিয়েছেন লেখালেখিতে।


বৌমা করিনা কাপুর খানও অভিনেত্রী। আবার বড় নাতনি সারা আলি খান (Sara Ali Khan) তরুণ প্রজন্মের প্রথম সারির অভিনেত্রী। কিন্তু সারার মতে, ঠাকুমার অভিনয় দক্ষতার সিকিভাগও তাঁর মধ‍্যে নেই। এমনকি তিনি এও মনে করেন না যে তিনি শর্মিলা ঠাকুরের নাতনি হওয়ার যোগ‍্য।

সম্প্রতি ঠাকুমার বিষয়ে কথা বলতে গিয়ে সারা বলেন, ‘বড়ি আম্মা’র (শর্মিলা ঠাকুর) সঙ্গে তিনি প্রায়ই কথা বলেন, গল্প করেন। কিন্তু বর্ষীয়ান অভিনেত্রীর কেরিয়ারের ব‍্যাপারে তেমন কোনো কথা তাঁদের হয়নি। সারা জানান, শর্মিলা যেমন সুশিক্ষিতা তেমনি বর্তমান সময়ের যেকোনো বিষয়ের প্রতিও তাঁর আগ্রহ রয়েছে, সাধারণ জ্ঞান অফুরন্ত শর্মিলার‌। বিশেষত অভিনেত্রীর আভিজাত‍্য এবং মাধুর্যর সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না।

সারা জানান, শর্মিলা ঠাকুরের নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে এ জগৎকে দেখার জন‍্য। সেটা নিয়েই বেশি আলোচনা হয় তাঁদের মধ‍্যে। তবে এমন বড় মাপের অভিজ্ঞ একজন অভিনেত্রীর সান্নিধ‍্য পেয়ে তাঁর সময়কার ইন্ডাস্ট্রি, অভিনয়ের ব‍্যাপারে পরামর্শ নেওয়া উচিত বলে মনে করেন সারা।


এক অনুরাগী অভিনেত্রীকে প্রশ্ন করেছিলেন, যদি কোনোদিন পর্দায় শর্মিলা ঠাকুরের বায়োপিকে অভিনয় ক‍রার সুযোগ পান তাহলে কী করবেন? সারা রাখঢাক না করেই উত্তর দেন, পর্দায় শর্মিলা ঠাকুরের আভিজাত‍্য, মাধুর্য ফুটিয়ে তোলা চাট্টিখানি কাজ নয়। আদৌ সেটা তাঁর কম্ম কিনা, তিনি এর যোগ‍্য কিনা তা জানেন না বলে মন্তব‍্য করেন সারা।

সম্পর্কিত খবর

X