“ভারতকে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে চাই”, SCO সম্মেলনে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর মোদীর

বাংলা হান্ট ডেস্ক: উজবেকিস্তানের (Uzbekistan) সমরখন্দে আয়োজিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (Shanghai Cooperation Organisation, SCO) সম্মেলনে শুক্রবারে একটি বড়সড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি সেখানে স্পষ্ট জানিয়ে দেন যে, এবার ভারতকে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে চান প্রধানমন্ত্রী।

এমতাবস্থায়, দেশের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার পাশাপাশি “মেক ইন ইন্ডিয়া”-র প্রসঙ্গেও জোর দেওয়ার বিষয়টি জানান তিনি। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “করোনা মহামারীর ধাক্কা ক্রমশ কাটিয়ে উঠছে বিশ্ব। এদিকে, করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে বিশ্বজুড়ে সরবরাহ শৃঙ্খল ধাক্কা খেয়েছে। এমতাবস্থায়, আমরা চাই ভারতকে ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তরিত করতে। আমরা প্রতিটি সেক্টরে উদ্ভাবনে সাহায্য করি।”

পাশাপাশি, তিনি আরও জানান, “আজ আমাদের দেশে ৭০ হাজারের বেশি স্টার্টআপ এবং ১০০ টি ইউনিকর্ন রয়েছে। মূলত, আমরা জনমুখী উন্নয়ন মডেলে জোর দিয়েছি।” উল্লেখ্য যে, ওই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁদের বক্তব্য রেখেছেন। একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় সেখানে।

সর্বোপরি, SCO অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে ঠিক কিভাবে অর্থনৈতিক বৃদ্ধি ঘটতে পারে সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী জানান, “সমরখন্দের SCO সম্মেলন করোনা পরবর্তী সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষত মহামারীর পরবর্তী সময়ে অর্থনীতির পুনরুদ্ধার এবং সরবরাহ শৃঙ্খলকে জোরদার করতেও এটি সাহায্য করবে।”

Xi 1019x573 1

এদিকে, বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে বিশ্বের ক্রমবর্ধমান অর্থনীতির আবহে ভারত অন্যতম স্থান দখল করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত গর্বিত বলেও জানিয়েছেন। পাশাপাশি, এবার ট্রাডিশনাল মেডিসিনের উপর কাজের জন্য ভারত উদ্যোগী হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, “চলতি বছর ভারতের অর্থনীতির বার্ষিক বৃদ্ধির হার পৌঁছতে পারে ৭.৫ শতাংশে। পৃথিবীর বৃহৎ অর্থনীতিদের মধ্যে ভারতের অর্থনীতি সবথেকে দ্রুতহারে বাড়ছে। এতে আমি অত্যন্ত গর্বিত।” এছাড়াও ট্রাডিশনাল মেডিসিন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “মেডিক্যাল এবং ওয়েলনেস পর্যটনের ক্ষেত্রে ভারত বিশ্বের মধ্যে সবথেকে লাভজনক দেশ। এমতাবস্থায়, ট্রাডিশনাল মেডিসিনের জন্য SCO দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো দরকার।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর