আগামী ৫ ই জুন, সাউথ আফ্রিকার বিপক্ষে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে ভারত।ঘরের মাঠে বিশ্বকাপ তাই স্বাভাবিক ভাবেই কাপ জয়ের দৌড়ে অন্যতম ” ফেবারিট ” ইংল্যান্ড।শুধু ঘরের মাঠে বিশ্বকাপ বলেই নয়, সাম্প্রতিক সময়ে একদিবসীয় ক্রিকেটে ইংল্যান্ডের ফর্ম এবিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে।ইংল্যান্ড আর যে টিমটাকে সম্ভাব্য চ্যাম্পিয়ান এর মতো দেখাচ্ছে তার নাম ভারত।এবার দেশে তিন নম্বর বিশ্বকাপ টা নিয়ে ফিরতেই পারে বিরাটরা এমনটাই মনে করেন অনেকে।সম্প্রতি পুমার সাথে একটি বিশ্বকাপ কেন্দ্রীক মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন ,তা প্রকশ্যে এলে মুহূর্তে হয়েছে ভাইরাল।এইবার সেই ভিডিও দেখে এতটাই মজেছেন অভিনেত্রী সারা আলী খান, যে বিরাটদের কাপ টা দেশে ফিরিয়ে আনতে বলেছেন তিনি।
প্রসঙ্গত, গতবছর ” কেদারনাথ ” ছবির মধ্যে দিয়ে বলিউড অভিষেক হয়েছিলো সারার পরবর্তী সময়ে তাকে দেখা গেছে ” সিম্বা ” ছবিতে।অন্যদিকে, আগামী ৫ ইমে , সাউথ আফ্রিকার বিপক্ষে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত।
ইতিমধ্যে পর পর দুই ম্যাচ হেরে বিরাটদের বিপক্ষে খানিকটা ব্যাকফুটে শুরু করবে ডু প্লেসিসরা।