নিজের সৎ মামাকেই মনে ধরল সারার, বাবার সামনেই স্বীকার করলেন বিয়ে করতে চান রণবীর কাপুরকে!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যুর পর বলিউড মাদক মামলায় নাম জড়ানোয় বেশ কিছুদিন লাইমলাইটে ছিলেন সারা আলি খান (sara ali khan)। বলিউডে তিনি তুলনামূলক নবাগতা হলেও মাদক যোগে নাম প্রকাশ‍্যে আসায় রাতারাতি সংবাদ শিরোনামে উঠে আসেন সইফ আলি খান (saif ali khan) কন‍্যা।

তবে এখন মাদক মামলায় নিয়ে হুজুগ কিছুটা স্তিমিত হলেও ফের সংবাদ শিরোনামে উঠে এসেছে সারার নাম। কারণ, অভিনেত্রীর একটি পুরনো ভিডিও ফের ভাইরাল হয়েছে যেখানে তাঁকে সকলের সামনে বলতে শোনা যায় তিনি রণবীর কাপুরকে (ranbir kapoor) বিয়ে করতে চান।

আসলে এই ভিডিওটি দু বছর আগের। বাবা সইফের সঙ্গে কফি উইথ করন শো তে গিয়েছিলেন সারা। সেখানেই করনের প্রশ্নের উত্তরে তিনি জানান, রণবীর কাপুরকে তিনি বিয়ে করতে চান। কিন্তু ডেট করতে চান কার্তিক আরিয়ানকে।

উল্লেখ‍্য, সইফ ও করিনার বিয়ের পর হিসেব মতো সারা ও রণবীরের সম্পর্ক দাঁড়ায় মামা ভাগনির। সম্পর্কে রণবীর সারার সৎ মামা। তা সত্ত্বেও অভিনেত্রীর এমন উত্তরে অবাক হয়ে যান সইফ ও করন‍। সেই ভিডিওই ফের ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, সম্প্রতি জানা যায় কেদারনাথ ছবির শুটিংয়ের সময় সুশান্তের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন সারা। একসঙ্গে তাঁরা থাইল‍্যান্ড ট্রিপেও যান। এমনকি প্রয়াত অভিনেতার সঙ্গে কিছুদিন লিভ ইনও করেন বলে জানান সারা।

কিন্তু সোনচিড়িয়া বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর সুশান্তের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় সারার। এরপর লভ আজ কাল এর শুটিংয়ের সময় কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। তবে ছবি মুক্তির পর কার্তিকের সঙ্গেও বিচ্ছেদ হয়ে যায় সারা আলি খানের।

X