খরচ হবে ১,১৩৭ কোটি টাকা…. এই দেশকে সাহায্য করতে চলেছেন সচিন-কন্যা সারা তেন্ডুলকার

Published on:

Published on:

Sara Tendulkar is going to help this country.

বাংলা হান্ট ডেস্ক: ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকারের কন্যা সারা (Sara Tendulkar) এবার একটি বড় ক্যাম্পেনের অংশ হতে চলেছেন। যেটি অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্কিত। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সারা তেন্ডুলকার এই ক্যাম্পেনের অংশ হয়ে অস্ট্রেলিয়াকে সাহায্য করতে চলেছেন। এমতাবস্থায়, প্রশ্ন উঠতে পারে যে এই ক্যাম্পেনের মাধ্যমে সারা কীভাবে অস্ট্রেলিয়াকে সাহায্য করবেন? বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

অস্ট্রেলিয়ার নতুন ট্যুরিজম ক্যাম্পেনের মুখ হচ্ছেন সারা (Sara Tendulkar):

অস্ট্রেলিয়ার পর্যটন প্রচারণা অনেক দেশে শুরু হবে: প্রথমেই জানিয়ে রাখি যে, এটি অস্ট্রেলিয়ার নতুন ট্যুরিজম ক্যাম্পেন। যেখানে সারা তেন্ডুলকার (Sara Tendulkar) অংশগ্রহণ করে অস্ট্রেলিয়ার পর্যটনের প্রচারে কাজ করবেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই ক্যাম্পেনের মোট ব্যয় ১,১৩৭ কোটি টাকারও বেশি।

এদিকে, বিশ্বের একাধিক দেশে অস্ট্রেলিয়ার নতুন ট্যুরিজম ক্যাম্পেন শুরু হতে চলেছে। এদিকে, অস্ট্রেলিয়া প্রতিটি দেশের একটি পরিচিত মুখকে এই ক্যাম্পেনের অংশ করেছে। যাতে সেই দেশগুলির মানুষ অস্ট্রেলিয়ায় ভ্রমণে আসেন। মূলত, পর্যটন থেকে আয় বৃদ্ধির লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করেছে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: IPL-এর আগামী মরশুমের আগেই বড় সিদ্ধান্ত ধোনির! রাখঢাক না রেখে কী জানালেন মাহি?

সারা ভারতে দায়িত্ব নেবেন: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারত ছাড়াও, অস্ট্রেলিয়া UK, চিন, জাপান, আমেরিকার মতো দেশগুলিতে তার ট্যুরিজম ক্যাম্পেন শুরু করতে চলেছে। এমতাবস্থায়, সারা তেন্ডুলকারকে ভারতে অস্ট্রেলিয়ান ট্যুরিজমের প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে, আমেরিকায় এই দায়িত্ব নিয়েছেন স্টিভ আরউইনের ছেলে রবার্ট আরউইন।UK-তে শেফ নাইজেলা লসনকে অস্ট্রেলিয়ার ট্যুরিজম ক্যাম্পেনের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মাত্র ১ টাকায় ১ মাসের ভ্যালিডিটি! দৈনিক ২ জিবি ডেটা সহ আনলিমিটেড কল, দুর্ধর্ষ অফার এই টেলিকম সংস্থার

সারা তেন্ডুলকার অস্ট্রেলিয়ায় ভ্রমণ করেছেন: উল্লেখ্য যে, সারা তেন্ডুলকারের (Sara Tendulkar) অস্ট্রেলিয়ার প্রতি বিশেষ আকর্ষণ পরিলক্ষিত হয়। তিনি বেশ কয়েকবার ওই দেশটিতে ভ্রমণ এবং “এক্সপ্লোর” করেছেন। এছাড়াও, সারা অস্ট্রেলিয়ার প্রায় প্রতিটি ট্যুরিস্ট প্লেস পরিদর্শন করেছেন এবং ইনস্টাগ্রামে সেগুলির ছবিও পোস্ট করছেন।