বাংলা হান্ট ডেস্ক: মাঘের শীত বাঘের গায়ে তো দূর, বরং মানুষের গায়েও লাগছে না। যদিও গত দুদিন ধরে এক ধাক্কায় অনেকটাই কমেছে তাপমাত্রা। এদিকে গোটা জানুয়ারি মাস ধরে মাঝে মাঝেই বাংলা কাঁপিয়েছে বৃষ্টি। সামনেই সরস্বতী পুজো (Saraswati Pujo), সেই সময় কেমন থাকবে রাজ্যের আবহাওয়া (Weather Update)? ফিরবে শীতের আমেজ? নাকি ঘোরার মজা নষ্ট করবে বৃষ্টি? জানুন লেটেস্ট আবহাওয়ার খবর।
আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Department) জানাচ্ছে, মাঘের শেষে ফের নামবে তাপমাত্রা। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী দুদিন শীতের আমেজ থাকবে বঙ্গে। কমেছে দিন ও রাতের তাপমাত্রা। শনিবার পর্যন্ত তাপমাত্রা আরও একটু কমতে পারে বলে আপডেট দিয়েছে হাওয়া অফিস। তার পর ধীরে ধীরে আবহাওয়ার (West Bengal Weather Update) পরিবর্তন হবে। রবিবার থেকে বদলে যাবে আবহাওয়া।
সরস্বতী পুজো পর্যন্ত শীতের মুড সুইং চলবেই। তাপমাত্রা কমলেও হাড় কাঁপানো শীতের সম্ভাবনা আর নেই। সকালের দিকে রাজ্যের একাধিক জেলায় আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর (Alipore Weather Office) জানাচ্ছে, আপাতত তিনদিন সামান্য করে তাপমাত্রা কমবে। শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রার পতন হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি কমে গিয়েছে। শীতের আমেজ থাকলেও আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্কই থাকবে আবহাওয়া।
শনি ও রবিবার শীতের আমেজ থাকলেও সোমবার থেকে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে খুব জলদি বাংলা থেকে বিদায় নেবে শীত। ১০ তারিখ থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। আজ মোটের ওপর শুষ্ক থাকবে রাজ্যের আবহাওয়া।
আরও পড়ুন: রাজ্য বাজেটে বিরাট ঘোষণা! অনেকটা বাড়লো সিভিক ভলান্টিয়ারদের ভাতা, বৃদ্ধি পেল চাকরির সুযোগও
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারী সরস্বতী পুজোর পর থেকেই ধীরে ধীরে বিদায় নেবে শীত। ফাল্গুন মাস পড়তেই উধাও হবে শীতের আমেজ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে দার্জিলিংয়ে বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের আর কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কুয়াশার সতর্কতা জারি হয়েছে উত্তরের জেলা গুলিতে। অনেকটাই নেমেছে তাপমাত্রা।