রাজ্য বাজেটে বিরাট ঘোষণা! অনেকটা বাড়লো সিভিক ভলান্টিয়ারদের ভাতা, বৃদ্ধি পেল চাকরির সুযোগও

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচন। তার আগে রাজ্য সরকারের বাজেটে একের পর এক ধামাকা। লক্ষীর ভাণ্ডার থেকে ডিএ, সিভিক ভাতা সবেতেই চমক মমতা সরকারের। লোকসভা ভোটের (Loksabha Election) আগে ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট (State Budget 2024) পেশ করলেন বাংলার অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর সেই বাজেট যেন আম জনতার জন্য উপহারের ডালি।

রাজ্য বিধানসভা বাজেটে বাংলার সিভিক ভলান্টিয়ারদের (Civic Volunteer) জন্য জোড়া সুখবর। বাজেটে সিভিক ভলান্টিয়ারদের ভাতা বাড়ল ১০০০ টাকা। যার জন্য ১৮০ কোটি টাকা বরাদ্দ করবে মমতা সরকার। ঘোষণা করলেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে আরও বিপাকে পার্থ! এবার জোড়া আইনজীবী সমেত ‘সেই’ ব্যক্তি এল সিজিওতে…

পাশাপাশি, এখন থেকে রাজ্য পুলিশের ২০ শতাংশ চাকরি সংরক্ষিত থাকবে সিভিক ভলান্টিয়ারদের জন্য। গুরুত্বপূর্ণ পদক্ষেপ রাজ্যের। উল্লেখ্য, এত দিন
রাজ্য পুলিশের ১০ শতাংশ চাকরি সিভিকদের জন্য সংরক্ষিত থাকত। এখন তাদের জন্য সুযোগ আরও বৃদ্ধি পেল। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করে সিভিক ভলান্টিয়ারদের জন্য বিরাট ঘোষণা রাজ্যের।

chandrima

আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর! ফের বাড়ানো হল DA, কত শতাংশ? শুনলে লাফাবেন

প্রসঙ্গত, সম্প্রতি সিভিকদের বাৎসরিক অ্যাডহক বোনাস ২ হাজার টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার ৩০০ টাকা করেছে রাজ্য। রাজ্য স্বরাষ্ট্র দফতরের এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে। পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে সিভিদের স্থায়ী হোমগার্ডের চাকরিরও প্রস্তাব রাখা হয়েছে। কলকাতা ও রাজ্য পুলিশ মিলিয়ে সিভিক ভলান্টিয়ারের সংখ্যাটা প্রায় ১ লাখ ২৫ হাজার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর