কোমায় স্বামী সঞ্জয় চৌধুরী, সিঁদুরখেলার দিনেই মুছে যাবে সর্বজয়ার সিঁথির সিঁদুর!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দূর্গাপুজোর সপ্তাহের মধ‍্যেই বড়সড় মোড় ‘সর্বজয়া’ (sarbajaya) সিরিয়ালে। স্ত্রীকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন সঞ্জয় চৌধুরী। কোমায় চলে যাওয়া স্বামীকে বাঁচাতে মরিয়া সর্বজয়া। এদিকে পরিবারের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় তাঁকে এই পরিমাণ টাকা এখনি জোগাড় করা সম্ভব নয়।

বেশ কিছুদিন আগেই প্রকাশ‍্যে এসেছিল এই বিশেষ এপিসোডের প্রোমো। তা দেখার পর থেকেই বেড়েছিল দর্শকদের উত্তেজনা। দূর্গাপুজোর আসরে সর্বজয়াকে একা নাচ দেখানোর অনুরোধ করে মনোসিজ। নাচ শুরু হতেই পরিকল্পনা মাফিক উপর থেকে খুলে দেওয়া হয় ঝাড়বাতি।


সর্বজয়া তখন বিভোর হয়ে নাচে ব‍্যস্ত। এদিকে সঞ্জয় দেখেন স্ত্রীর মাথার উপরে ছিঁড়ে পড়ছে বিশাল ঝাড়বাতি। ছুটে গিয়ে এক ধাক্কায় সর্বজয়াকে সরিয়ে দিলেও নিজে বাঁচতে পারেন না তিনি। মুহূর্তে ঘটে যায় অঘটন। দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয় সঞ্জয় চৌধুরীকে। আচমকা এমন দুর্ঘটনায় বিধ্বস্ত সর্বজয়া।

অথচ সে বিশ্বাস করতে নারাজ যে পরিবারের সদস‍্যরাই শত্রুতা করে ঘটিয়েছে এ কাণ্ড। শেষ এপিসোডে দেখা গিয়েছে কোমায় চলে গিয়েছে সঞ্জয় চৌধুরী। চিকিৎসার জন‍্য অবিলম্বে দরকার অনেক টাকা। কিন্তু সেকথা জানাতেই সঞ্জয় চৌধুরীর বড় দাদা স্পষ্ট জানিয়ে দেন এই পরিমাণ নগদ টাকা এখন জোগাড় করা সম্ভব নয়। তবে কি দশমীর সিঁদুর খেলার দিনেই মুছে যাবে সর্বজয়ার সিঁথির সিঁদুর?

https://www.instagram.com/p/CVDL17gBC5C/?utm_medium=copy_link

দেবশ্রী রায়ের অভিনয়ের প্রশংসা করলেও অনেকে দাবি করেছেন, প্রথম থেকেই বড্ড কূটকাচালি দেখানো হচ্ছে সিরিয়ালে। যে কারণে প্রথম তিন থেকে টিআরপি তালিকার আরো নীচে চলে যাচ্ছে এই সিরিয়াল। আবার আরেকজনের বক্তব‍্য, যে কিনা কোম্পানির মালকিন তারই কিনা টাকার অভাব!

সম্পর্কিত খবর

X