বিজেপির মন্ত্রীর হুমকির সামনে মাথা নোয়ালো ‘সারেগামা’! বদলাচ্ছে বিতর্কিত ‘মধুবন’এর কথা-নাম

বাংলাহান্ট ডেস্ক: লাগাতার বিক্ষোভের পর সুর বদলালেন ‘মধুবন’ (madhuban) নির্মাতারা। সানি লিওনের (sunny leone) সাম্প্রতিক এই মিউজিক ভিডিওতে শ্রীকৃষ্ণ ও রাধার পবিত্র প্রেম লীলাকে অপমান করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন মধ‍্য প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তিন দিনের মধ‍্যে ভিডিও না সরালে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি।

সেই হুমকিতেই কাজ হল। রবিবার রাতে একটি বিবৃতি জারি করেছে মধুবন নির্মাতা সারেগামা। তারা জানিয়েছে, গানের কথা এবং নাম দুটোই বদলে দিতে রাজি আছে তারা। সানি লিওন এবং সুরকার সাকিব তোশির বিরুদ্ধে কটাক্ষ হেনে বিজেপি মন্ত্রী স্পষ্ট বলেন, “কিছু মানুষ সমানে হিন্দুদের ধর্মাবেগে আঘাত হেনে চলেছেন। রাধার জন‍্য মন্দির রয়েছে। আমরা তাঁর কাছে প্রার্থনা করি। সাকিব তোশি তাঁর ধর্ম নিয়ে গান বানাতেই পারেন। কিন্তু এই ধরনের গান আমাদের আঘাত করে। তিন দিনের মধ‍্যে ভিডিওটি সরানো না হলে আমি আইনি পদক্ষেপ নেব।”

IMG 20211226 200545
এরপরেই সারেগামার তরফে বিবৃতি জারি করে বলা হয়, সাম্প্রতিক কিছু ঘটনাবলী এবং নাগরিকদের ভাবাবেগের কথা ভেবেই মধুবন মিউজিক ভিডিওতে গানটির নাম এবং কথা বদলে দেবেন তারা। আগামী তিন দিনের মধ‍্যেই পুরনো মিউজিক ভিডিওটি সরিয়ে নতুন মিউজিক ভিডিও আনবেন তারা।

নরোত্তম মিশ্র ছাড়াও উত্তর প্রদেশের পুরোহিতরাও সানির বিরুদ্ধে সুর চড়িয়েছেন। সরকার যদি মিউজিক ভিডিওটি বয়কট না করে তবে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন বলেও সাবধান বাণী শুনিয়েছেন বৃন্দাবনের সন্ত নভল গিরি মহারাজ। তিনি আরো জানিয়েছেন, সানি যদি জনসমক্ষে ক্ষমা প্রার্থনা করেন তবেই তাঁকে এ দেশে থাকতে দেওয়া হবে।

১৯৬০ সালের ‘কোহিনুর’ ছবির মহম্মদ রফির গাওয়া ‘মধুবন মে রাধিকা নাচে’ গানটির রিমিক্স গেয়েছেন কনিকা কাপুর। গানটির নাম দেওয়া হয়েছে ‘মধুবন’। গানটিতে নাচতে দেখা গিয়েছে সানি লিওনকে। মূলত আইটেম নাম্বার হিসেবেই বানানো হয়েছে গানটি। কিন্তু নেটনাগরিকদের একাংশের দাবি, মূল গানটি রাধা কৃষ্ণের প্রেম বিষয়ক। রিমিক্স গানটিতে হিন্দুদের ধর্মাবেগকে আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেছেন নেটনাগরিকদের একটা বড় অংশ।

Niranjana Nag

সম্পর্কিত খবর