‘সীতাকেও বদনাম করা হয়েছে”, মহিলা সাংসদের সঙ্গে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে বললেন শশী থারুর

Published On:

বাংলাহান্ট ডেস্ক : লোকসভায় প্রায়ই কোনও না কোনও গন্ডগোল কিংবা বিবাদের খবর এবং ছবি সামনে আসে। এবারও ভাইরাল হয়েছে লোকসভার একটি ভিডিও। কিন্তু না, এই ভিডিওয় কোনও বিবাদ বা ঝামেলা নেই, তবে যা আছে তাকে ঘিরেই তুমুল জল্পনা শুরু হয়েছে দেশজুড়ে। কী আছে সেই ভিডিওতে?

ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে কংগ্রেস সাংসদ শশী থারুর এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলের সঙ্গে কথা বলছেন সংসদের মধ্যেই। মাথা নীচু করেই কথা বলছেন তাঁরা দুজন। একই সঙ্গে সংসদে চলছে বক্তৃতা। সেদিকে অবশ্য খুব একটা মন নেই তাঁদের দুজনের।

আর এই ভিডিওতে তাঁদের দুজনের ভঙ্গীকে ঘিরেই শুরু জল জোর জল্পনা। তৈরি হয় একাধিক মজার মীমস। সংসদে বসে ওভাবে ফিসফিসিয়ে কী আলাপ করছিলেন দুজন তা নিয়েই বিস্তর গবেষণা শুরু করেন নেটিজেনরা। এবার ‘কুছ তো লোগ ক্যাহেঙ্গে’ বলেই সেই বিতর্কে জল ঢাললেন কংগ্রেস নেতা। কী কথাবার্তা হচ্ছিল সেদিন তাঁদের মধ্যে জানালেন তাও।

ওই ভিডিও এবং জল্পনা প্রসঙ্গে একটি ট্যুইট করেছেন শশী থারুর। সেখানে তিনি লেখেন, ‘যাঁরা আমার এবং সুপ্রিয়া সুলের কথোপকথনটিকে বেশ উপভোগ করছেন তাঁদের বলতে চাই, ওই সময় ফারুক সাহেবের পর পরবর্তী বক্তা ছিলেন সুপ্রিয়া সুলে। তাই তখন তিনি আমাকে একটি নীতিগত প্রশ্ন জিজ্ঞেস করছিলেন। আমরা দুজন ধীরে ধীরে মাথা নীচু করে এই কারণেই কথা বলছিলাম যাতে ফারুক সাহেব বিরক্ত না হন।’

একই সঙ্গে নিজের এই ট্যুইটটিকে রিট্যুইট করে কিশোর কুমারের সেই বিখ্যাত গান ‘কুছ তো লোগ ক্যাহেঙ্গে’ এর বেশ কয়েকটি লাইনও উদ্ধৃত করেছেন তিনি। সেখানে অতি তাৎপর্যপূর্ণ ভাবে তিনি ‘সীতা ভি ইহা বদনাম হুয়ি’ এই লাইনটিও লিখতে দেখা যায় তাঁকে। ফলে ভিডিও দেখে যাঁরা তাঁদের মধ্যের সম্পর্ক নিয়ে জল্পনা বুনেছিলেন তাঁদেরও যে একহাত নিলেন তিনি তা বলাই বাহুল্য।

X