ক‍্যামিও করে ক্রেডিট সইফের, প্রাপ‍্য সম্মান পেলেন না শাশ্বত-স্বস্তিকা; ‘দিল বেচারা’তেও বলিউডের নেপোটিজমের ঝলক!

বাংলাহান্ট ডেস্ক: ফের একবার বলিউডের নেপোটিজমের (nepotism) উদাহরণ এল প্রকাশ‍্যে। সবেমাত্র গতকাল, ২৪ জুলাই মুক্তি পেয়েছে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’ (dil bechara)। ছবিতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন শাশ্বত চ‍ট্টোপাধ‍্যায় (saswata chatterjee) ও স্বস্তিকা মুখোপাধ‍্যায় (swastika mukherjee)। অথচ ডিজনি প্লাস হটস্টারে এই ছবির কাস্ট হিসাবে নামই নেই দুজনের।
এমনকি গুগলেও ‘দিল বেচারা’র কাস্ট হিসাবে শাশ্বত ও স্বস্তিকার নামের উল্লেখই নেই। উপরন্তু অভিনেতা জাভেদ জাফরি এবং মিলিন্দ কুনাজির নাম রয়েছে ছবির কাস্ট হিসাবে। অথচ এদের দুজনের কেউই অভিনয় করেননি ছবিতে। স্বস্তিকা নিজেও সন্দেহ প্রকাশ করেছেন এই বিষয়ে।

dil bechara sanjana sanghi saif ali khan ar rahman open up about film and working with sushant singh rajput
এমন অবস্থায় প্রশ্ন উঠছে, ছবিতে ক‍্যামিও রোলে অভিনয় করেছিলেন সইফ আলি খান। মাত্র কিছু সময়ের জন‍্য দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু সইফকে মূল চরিত্রের মতোই ক্রেডিট দেওয়া হয়েছে। এমনকি জাভেদ জাফরি ও মিলিন্দ কুনাজি ছবিতে অভিনয় না করেও ক্রেডিট পেয়ে গিয়েছেন। তবুও অত‍্যন্ত গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করা সত্ত্বেও প্রাপ‍্য সম্মান কেন দেওয়া হল না শাশ্বত ও স্বস্তিকাকে?
বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটিজেনরা। অনেকে বলছেন, এটাই বলিউডের নেপোটিজমের উদাহরণ। সেই কারনেই বাংলার দুজন অসাধারন অভিনেতা অভিনেত্রীকে দেওয়া হয়নি তাঁদের প্রাপ‍্য সম্মান।

https://twitter.com/swastika24/status/1286952523031433216?s=19

প্রসঙ্গত, ছবিতে কিজি বাসু অর্থাৎ সঞ্জনা সাঙ্ঘির বাবা মায়ের চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ‍্যায় এবং স্বস্তিকা মুখোপাধ‍্যায়। ১ ঘন্টা ৪১ মিনিটের ছবিতে দুজনেই বলিষ্ঠ অভিনয়ের ছাপ রেখেছেন। ভূয়সী প্রশংসিত হয়েছে স্বস্তিকা ও শাশ্বতর অভিনয়।

https://www.instagram.com/p/CC7ySNTBoDG/?igshid=oyb4fosvq26c

মুক্তি পাওয়ার পর থেকেই সোশ‍্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হতে শুরু করে দিল বেচারা। ফিল্ম রিভিউ ওয়েবসাইট IMDb তে ৯.৮ রেটিং পেয়েছে এই ছবি। ১১.২৫ মিনিট পর্যন্ত IMDb তে পুরো ১০ রেটিং ছিল দিল বেচারার। সুশান্তের অসংখ‍্য অনুরাগীরা ‘ব্লকবাস্টার’ বানিয়ে দিয়েছে অভিনেতার শেষ ছবিকে।
শুক্রবার সন্ধ‍্যা ঠিক সাড়ে সাতটায় ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায় দিল বেচারা। বলা বাহুল‍্য তার আগে থেকে অনেকেই হটস্টার খুলে অপেক্ষায় ছিলেন। প্রিয় অভিনেতার শেষ ছবির এক সেকেন্ডও মিস করতে রাজি ছিলেন না তারা। ফলত অত‍্যধিক মানুষ একসঙ্গে ওই সময়ে দিল বেচারা দেখতে বসায় ক্র‍্যাশও করে যায় হটস্টার।


Niranjana Nag

সম্পর্কিত খবর