বাংলাহান্ট ডেস্ক: মাস কয়েক আগে রাজনীতি ছেড়ে অভিনয়ে ফিরেছেন দেবশ্রী রায়। দীর্ঘদিন রাজনৈতিক মঞ্চে দাপটের সঙ্গে কাজ করার পর লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় ফিরে দিব্যি মানিয়ে গুছিয়ে নিয়েছেন। এবার তাঁরই পথ অনুসরণ করলেন দেবশ্রীর এক কালের অভিনয় এবং রাজনৈতিক জগতের সতীর্থ শতাব্দী রায় (satabdi roy)।
দেবশ্রী, শতাব্দী নাম দুটো একই সঙ্গে উচ্চারিত হত টলিপাড়ায়। দুজনেই সমান টক্কর দেনেওয়ালা অভিনেত্রী ছিলেন। তারপর দুজনেই যোগ দিলেন রাজনীতিতে, একই দলের সদস্য হয়ে। দেবশ্রী ফিরে এসেছেন পুরনো পিচে। ঝোড়ো ব্যাটিংও করছেন। এবার শতাব্দীর ফেরার পালা। তিনি ফিরছেন বটে তবে টলিউডে না।
শতাব্দীর অভিনয়ে কামব্যাক হচ্ছে বলিউড ইন্ডাস্ট্রির হাত ধরে। পরিচালক অবশ্য বাঙালি, দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়ের। ‘দ্য জঙ্গিপুর ট্রায়াল’ ছবিতে অভিনয় করছেন শতাব্দী। নিজেই জানালেন, দীর্ঘ দশ বছর পর অভিনয়ে ফেরা তাঁর। তবে সেই সঙ্গে এও জানালেন, অভিনয় ছাড়েননি কখনোই।
রাজনীতির কাজ সামলে আবার অভিনয় করতে হলে ছবির গল্পটাও জোরদার হওয়া চাই। একটি ভাল চিত্রনাট্যের খোঁজে ছিলেন তিনি। এই ছবিতে সেটা পেয়েছেন। তাছাড়া সংসদ অধিবেশনের তারিখের সঙ্গে শুটিং শিডিউলও ঠিকঠাক মানিয়ে যাওয়াতেই রাজি হয়ে যান শতাব্দী।
টলিউডে তাঁর শেষ কাজ ‘দেবীপক্ষ’ ছবিতে। তারপরেও কিছু কাজ করেছেন অবশ্য তবে সে সব তেমন উল্লেখযোগ্য নয়। চার পাঁচ বছর আগে বাংলাদেশি ছবি ‘বিজলি’তে অভিনয় করেছেন। এত বছর পর ফের ক্যামেরার মুখোমুখি। জানালেন প্রযুক্তি অনেকটাই পালটে গিয়েছে। সকাল সকাল কলটাইম, মেকআপ, পুরনো অভ্যাসে ফিরতে পেরে এনার্জিটাও অনেক বেড়ে গিয়েছে বলে জানান শতাব্দী। সব মিলিয়ে বেশ উপভোগ করছেন তিনি।
‘দ্য জঙ্গিপুর ট্রায়াল’ ছবিটি একটি কোর্টরুম ড্রামা। ছবিতে আইনজীবীর চরিত্রে দেখা যাবে শতাব্দীকে। এছাড়া রয়েছেন জাভেদ জাফরি, অমিত বহেল, চিরাগ বোহরার মতো অভিনেতারা। জঙ্গিপুরে চলছে শুটিং। ২৭ অক্টোবর থেকে শুটিং শুরু হয়েছে। জানা গেল, চলতি মাসের ২০-২১ তারিখ পর্যন্ত শুটিং সেরে ফের সংসদের কাজে দিল্লি উড়ে যাবেন শতাব্দী। প্রেক্ষাগৃহে নয়, সম্ভবত ডিজিটালি মুক্তি পেতে পারে ছবিটি।