বাংলাহান্ট ডেস্ক : ঘুরতে যেতে আমরা কে না ভালোবাসি সে পাহাড় হোক বা সমুদ্র। সময়-সুযোগ পেলেই বেরিয়ে পড়েন ভ্রমণ পিপাসু পর্যটকেরা। তবে যারা সমুদ্র দেখতে ভালোবাসেন কিন্তু বারবার ওই একঘেয়ে দীঘা কিংবা পুরী যেতে আর চাইছেন না তাদের জন্য সুখবর। আজকের এই প্রতিবেদনে একটি নতুন সমুদ্র সৈকতের সম্বন্ধে আপনাদের জানাবো।
যেখানে গেলে দেখতে পাবেন ডলফিন ও অসংখ্য পরিযায়ী পাখিদের। কলকাতা থেকে কয়েক কিলোমিটার দূরত্বেই রয়েছে এই লোকেশন। উড়িষ্যার পুরীতে কমবেশি আমরা সকলেই গিয়েছি কিন্তু পুরী থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরেই রয়েছে আরেকটি লোকেশন যার নাম সাতপাড়া সেখানে কি আপনারা কখনো গিয়েছেন?
আরোও পড়ুন : এবার চিনের নজর দার্জিলিংয়, বড় প্ল্যান বেজিংয়ের! লাভবান হবে বাংলা
এটি একেবারেই অচেনা একটি সুন্দর ভ্রমণ স্থান।চিলকা যে তিনটি জনপদকে ঘিরে রয়েছে সেগুলোর মধ্যে একটি হলো এই সাতপাড়া। এখানে একদিকে গঞ্জামজেলার রম্ভা, অন্যদিকে রয়েছে খুরদা জেলার বরকুল। এখানে যে শুধু সমুদ্র, গাছপালা, আর প্রাকৃতিক দৃশ্য দেখতেই আপনারা যাবেন তা কিন্তু নয় এখানে গেলে আপনি ব্রহ্মগিরি, অলোরনাথ মন্দির দেখতে পারবেন।
আর এখানে আরো একটি আকর্ষণীয় জায়গা আছে যেখানে গেলে আপনার মন ভালো হয়ে যাবে। তা হল ডলফিন স্যাঞ্চুয়ারি। জানা গেছে এই স্যাঞ্চুয়ারিতে ১০০টিরও বেশি ডলফিন রয়েছে। তবে এরা কিন্তু এক জায়গায় থাকে না এরা ঘুরে বেড়ায় প্রায় ১১৬৫ স্কয়ার কিলোমিটার এলাকা জুড়ে ।
আরোও পড়ুন : সংস্কারের জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! দেখুন কবে, কখন কাজ হবে এই গুরুত্বপূর্ণ ব্রিজে
তবে সাতপাড়ার এই ডলফিন সেঞ্চুরীতে ডলফিন দের ঘুরে বেড়ানোর অপরূপ দৃশ্য দেখতে গেলে আপনাদের নৌকায় করে যেতে হবে । ডলফিন ও প্রাকৃতিক দৃশ্য ছাড়াও এখানকার আরো আকর্ষণীয় জিনিস হলো পরিযায়ী পাখি। এখানে বিপুলসংখ্যক পরিযায়ী পাখির দল আসে।
কি ভাবছেন ? এখানে গেলে কোথায় গিয়ে থাকবেন ? এইসব নিয়ে চিন্তা করার কোন কারণ নেই ।কারণ এই ডলফিন স্যাঞ্চুয়ারিতে পর্যটকদের থাকার জন্য বেশ কিছু রিসোর্ট রয়েছে। তাই দেরি না করে এই শীতে সময় পেলে অচেনা সমুদ্র দেখতে হলে ঘুরে আসুন এই জায়গায়। তাতে আপনার যেমন সমুদ্র দেখা হবে তেমনি পাশাপাশি ডলফিন ও পরিযায়ী পাখিদের দেখার শখও পূরণ হবে।