বাংলাহান্ট ডেস্ক: ‘পথের পাঁচালী’ (Pather Panchali) মুক্তি পেয়েছিল ১৯৫৫ সালে। মাঝে কেটে গিয়েছে কয়েক দশক। কিন্তু এখনো সিনেপ্রেমীদের কাছে ছবিটির আকর্ষণ একই রকম আছে। কাশবনের মধ্যে দিয়ে অপু দূর্গার ট্রেন দেখতে যাওয়ার দৃশ্য থেকে দূর্গার মায়ের সন্তানহারা কান্না এখনো একই রকম ভাবে ছুঁয়ে যায় দর্শকদের। আর সেই কারণেই এত বছর পরেও গোটা বিশ্বের ১০০ টি সেরা ছবির মধ্যে একমাত্র ভারতীয় ছবি হিসাবে জায়গা করে নিয়েছে পথের পাঁচালী।
কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি পথের পাঁচালী। এই ছবির হাত ধরেই দেশে এসেছিল অস্কার। সম্প্রতি ব্রিটিশ ম্যাগাজিন ‘সাইট অ্যান্ড সাউন্ড’ এর এক সমীক্ষায় সারা বিশ্বের চিরকালীন সেরা ১০০ টি ছবির মধ্যে জায়গা করে নিয়েছে পথের পাঁচালী। ৩৫ তম স্থানে রয়েছে ছবিটি। গোটা তালিকায় এটাই একমাত্র ভারতীয় ছবি।
সাইট অ্যান্ড সাউন্ড ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের বহু পুরনো ম্যাগাজিন। প্রত্যেক দশকেই এমন সেরা ১০০ টি ছবির তালিকা প্রকাশ করে এই ম্যাগাজিন। এ বছর হাজারেরও বেশি ফিল্ম সমালোচকরা মিলে অংশ নিয়েছিলেন এই সমীক্ষায়। তালিকায় প্রথম স্থানটি দখল করেছে পরিচালক শ্যান্টল আকেরম্যানের জেন ডিয়েলম্যান, ২৩ কি দু কমার্স, ১০৮০ ব্রাসেলস।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ১৯৫৫ সালে মুক্তি পায় ছবিটি। এটিই ছিল সত্যজিৎ রায়ের প্রথম ছবি। আর প্রথম ছবির জন্যই অস্কার পেয়েছিলেন তিনি। মাস দুয়েক আগে একটি সমীক্ষাতেও পথের পাঁচালীকেই এখনো পর্যন্ত সেরা ভারতীয় চলচ্চিত্রের তকমা দিয়েছিলেন সমালোচকরা।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকসের ‘ইন্ডিয়া চ্যাপ্টার’ এর একটি সমীক্ষা সয়। বিভিন্ন ছবি সমালোচকদের মতামত নিয়ে একটি সমীক্ষা চালিয়েছিল এই ফেডারেশন। সেখান থেকেই উঠে আসে কিছু তথ্য যার ভিত্তিতে সর্বকালের সেরা দশটি ভারতীয় ছবির নামের একটি তালিকা প্রকাশ্যে আসে। সেই তালিকার শীর্ষেই জায়গা করে নিয়েছিল সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ‘পথের পাঁচালী’।