সত্যেন্দ্রনাথ বোস-ভানু বন্দ্যোপাধ্যায়, এই গুরু-শিষ্যের সম্পর্কই কী মিলিয়ে দিয়েছিল বিজ্ঞান আর সিনেমা ?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : একজন দিগ্বিজয়ী বিজ্ঞানী, অপরজন অভিনয় জগতের বেতাজ বাদশা। বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস (Satyendranath Bose) ও অভিনেতা ভানু বন্দোপাধ্যায় (Bhanu Bandopadhyay) পেশাগত দিক থেকে ছিলেন দুই মেরুর বাসিন্দা। তবুও এই দুই মহারথীর মধ্যে মধুর সম্পর্ক আজও আলোচনার বিষয়। ভানু বন্দ্যোপাধ্যায়ের আসল নাম ছিল সাম্যময়।

ভানু বন্দোপাধ্যায়ের (Bhanu Bandopadhyay) গুরুই সত্যেন্দ্রনাথ বোস (Satyendranath Bose)

কলেজ জীবনে অত্যন্ত মেধাবী ছাত্র হিসাবে পরিচিত ছিলেন ভানু। কলেজ জীবনে প্রথমে ভানু বন্দোপাধ্যায় (Bhanu Bandopadhyay) পড়াশোনা করেছিলেন জগন্নাথ কলেজে ও পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় ভানুর সাথে হৃদ্যতা পূর্ণ সম্পর্ক গড়ে ওঠে সেই বিশ্ববিদ্যালয়ের তৎকালীন অধ্যাপক সত্যেননাথ বোসের সাথে।

Bhanu Bandopadhyay

জানা যায়, ১৯৪১ সালের ১লা জানুয়ারি ভানু বন্দ্যোপাধ্যায় ফুল-মিষ্টি নিয়ে গিয়ে সত্যেন্দ্রনাথ বোসের জন্মদিন পালন করেছিলেন। প্রিয় ছাত্র ভানুর হাত ধরেই সত্যেন্দ্রনাথ বোস প্রথমবারের মতো পালন করেছিলেন জন্মদিন। ভানু বন্দ্যোপাধ্যায়ের পুত্র গৌতম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাবা পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করেছিলেন। তাই স্বাভাবিকভাবেই শিক্ষক হিসেবে পেয়েছিলেন সত্যেন বোসকে। তবে জীবনের শেষ দিন পর্যন্ত অটুট ছিল শিক্ষক-ছাত্রের সম্পর্ক।”

আরোও পড়ুন : সৌমিতৃষা অতীত, এখন থেকেই চর্চায় আদৃতের নতুন নায়িকা, কোন অভিনেত্রীর ভাইঝি পারিজাত, জানেন?

গৌতম বাবু আরো জানান, “দেশভাগের পর যখন বাবা আর সত্যেন্দ্রনাথ বোস কলকাতার স্থায়ী বাসিন্দা, তখনো বাবা প্রতি ১ জানুয়ারি সত্যেন বোসের বাড়ি যেতেন জন্মদিন পালন করতে। আমার মা ছিলেন গায়িকা। সত্যেন্দ্রনাথ বাবু শুধু বিজ্ঞান সাধনাই নয়, শিল্পকলার প্রতিও উৎসাহ রাখতেন। দুর্দান্ত এসরাজ বাজাতে পারতেন। আমার মা সত্যেন্দ্রনাথ বোসকে নিজের গলায় গানও শুনিয়েছেন।”

আজও বিভিন্ন পত্রপত্রিকায় ভানু বন্দোপাধ্যায় (Bhanu Bandopadhyay) ও বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোসের হৃদ্যতা পূর্ণ সম্পর্ক নিয়ে অজস্র লেখালেখি হয়। অনেকেই আবার প্রশ্ন করেন যে এই দাবি কতটা সত্যি। সেই সব জল্পনার অবসান ঘটিয়েছেন স্বয়ং ভানু বন্দ্যোপাধ্যায়ের পুত্র গৌতম বন্দ্যোপাধ্যায়। স্মৃতিচারণার মধ্যে দিয়ে তুলে ধরেছেন সুমধুর সেই শিক্ষক-ছাত্রের সম্পর্কের গল্প।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X