আর শোনা যাবে না আজান! মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করল আরব, ঐতিহাসিক সিদ্ধান্ত সৌদির

বাংলা হান্ট ডেস্ক : ঐতিহাসিক সিদ্ধান্ত সৌদি আরবের (Saudi Arabia)। শব্দমাত্রায় নিষেধাজ্ঞা জারির পর এবার একেবারে লাউডস্পিকারের (Ban Laudspeaker in Mosque) উপরই কোপ দিল আরব প্রশাসন। আগামী ২২ মার্চ শুরু হচ্ছে রামদান (Ramadan 2023) উৎসব। তার আগে আরবের হঠাৎ এই সিদ্ধান্তকে হঠকারী বলেই দাবি করছে বিশ্বের মুসলিম সমাজ।

আগামী রামদানে আর শোনা যাবে না আজান। লাউডস্পিকারের উপর নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব। কিন্তগ তাঁদের এই সিদ্ধান্তের বিরোধিতা করছে গোটা বিশ্বের মুসলিম সমাজ। সর্বভারতীয় মুসলিম জামাতের প্রধান মওলানা রাজভী বরেলভীও এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।

বরেলভী বলেন, ‘ভারতেরও কিছুদিন আগে লাউডস্পিকারের শব্দ কমাতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু সৌদি তো লাউডস্পিকারের উপরই নিষেধাজ্ঞা জারি করে বসল। আমরা এই সিদ্ধান্তের বিরোধিতা করছি। আমরা মর্মাহত। আমি সৌদিকে অনুরোধ করব এই সিদ্ধান্ত যেন ফিরিয়ে নেওয়া হয়।

mosque loudspeaker 1

ইসলামের পীঠস্থান সৌদি আরবে রয়েছে হাজার হাজার মসজিদ। প্রতিদিন সেই মসজিদগুলিতে অস্বাভাবিক জোরে মাইক বাজিয়ে আজান দেন ইমাম মোয়াজ্জেমরা। দিনে ৫ বার এই তীব্র আওয়াজের প্রতিবাদ করেন সেদেশেরই বহু নাগরিক। সেই অভিযোগকে স্বীকৃতি দিয়ে ২০২১ সালর ২৩ মে থেকে সেদেশে মসজিদের লাউড স্পিকারের সর্বোচ্চ তীব্রতা বেঁধে দেয় সৌদি প্রশাসন।

সৌদি ইসলাম বিষয়ক মন্ত্রী ডক্টর আবদুল লতিফ বিন আবদুল আজিজ বিন শেখ জানান, ‘মসজিদের লাউডস্পিকারের আওয়াজে অসুস্থ, বৃদ্ধ ও শিশুদের বিশেষ করে সমস্যা হচ্ছিল। তাদের অভিযোগে ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি বলে জানিয়েছেন সেদেশের অধিকাংশ নাগরিক।’

সেবারেও প্রশাসনের এই সিদ্ধান্তের বিরোধিতা করে কিছু ধর্মপ্রাণ মানুষ সরকারের দ্বারস্থ হলে শুক্রবার ও ইদের দিন এই বিধিনিষেধে ছাড় মিলবে বলে জানানো হয়। অন্য সময় শব্দমাত্রা ছাড়ালে কড়া শাস্তির মুখে পড়তে হবে বলে জানানো হয় সৌদি প্রশাসনের পক্ষ থেকে।

Sudipto

সম্পর্কিত খবর