বাংলা হান্ট ডেস্ক: যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরব (Saudi Arabia) তার মেগাডেভেলপমেন্ট প্রজেক্ট নিওমের জন্য সিনিয়র এক্সিকিউটিভ পদে কর্মচারীদের আমেরিকান কোম্পানির চেয়েও বেশি বেতন প্যাকেজ অফার করছে। এই প্রকল্পটি 2017 সালে শুরু হয়েছিল। দেশের সার্বভৌম সম্পদ তহবিল থেকে এই প্রকল্পের জন্য বিলিয়ন ডলার বরাদ্দ করা হচ্ছে।
ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি উচ্চাভিলাষী পরিকল্পনার মধ্যে এটি একটি। সৌদি আরব নিওমের সিনিয়র এক্সিকিউটিভদের প্রতি মাসে গড়ে 1.1 মিলিয়ন ডলার (95 মিলিয়ন ভারতীয় রুপি) অর্থাত্ কর্মচারীকে 75 লাখ টাকা দিতে চলেছে। নিওমের অভ্যন্তরীণ নথি থেকে এ তথ্য জানা গেছে। নিওম মেগাডেভেলপমেন্ট প্রকল্পকে সৌদি আরবের সবচেয়ে উচ্চাভিলাষী পরিকল্পনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই পরিকল্পনার আওতায় যুবরাজ সালমানের লক্ষ্য সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের আওতায় সৌদি আরবে এক ডজনেরও বেশি নতুন রিয়েল এস্টেট কোম্পানি প্রতিষ্ঠা করা। এ কারণে সৌদি আরব দেশটিতে পর্যটন, প্রযুক্তি ও বিনোদন খাতের উন্নয়নে বিদেশি কর্মকর্তা নিয়োগ করছে।
বস্তুত,সৌদি আরব বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ। কিন্তু গোঁড়া ঐতিহ্যের কারণে বিশ্বের চোখে ভালো ভাবমূর্তি নেই। যুবরাজ মোহাম্মদ সালমানের উদ্দেশ্য দেশের অর্থনীতিতে বৈচিত্র্য আনা, তাই এই প্রকল্পের আওতায় নারীদের স্বাধীনতা সংক্রান্ত অনেক বিধিনিষেধও সরিয়ে দেওয়া হয়েছে। সৌদি ভ্রমণও সহজ করা হয়েছে সকলের জন্য।
সি-স্যুট লেভেল এক্সিকিউটিভদের পদের জন্য নিওম যে বেতন প্যাকেজ দেয় তা আমেরিকান কোম্পানিগুলির চেয়ে বেশি। একটি তথ্য অনুযায়ী, আমেরিকার তিন হাজারের বেশি তালিকাভুক্ত কোম্পানিতে একই পদের জন্য মাত্র 830,000 ডলার (6 কোটি 82 লাখ ভারতীয় রুপির বেশি) বেতন দেওয়া হয়। নিওমের বেসিক স্যালারি প্যাকেজ (ট্যাক্স ফ্রি) যতটা, আমেরিকান কোম্পানির কর্মচারীরা বোনাসের পর সেই পরিমাণ বেতন পান। যেখানে নিওম তার কর্মীদের সব ধরনের বেতন ভাতা ও বোনাসও অতিরিক্ত দেয়।