বাংলা হান্ট ডেস্ক : পঞ্চমবারের জন্য বিয়ে করে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে রয়েছেন সৌদি আরবের (Saudi Arabia) এক বৃদ্ধ ব্যক্তি (Old Man)। ৯০ বছর বয়সে এসে বিয়ে (Marriage) করে রেকর্ড গড়ে ফেলেছেন তিনি। শুধু বিয়েই নয়, এইমুহুর্তে বৃদ্ধ ব্যস্ত রয়েছেন মধুচন্দ্রিমায় (Honeymoon)। এবং তার দাবি, এখানেই শেষ নয়, তিনি আরও বিয়ে করবেন।
গালফ নিউজের এক রিপোর্ট অনুসারে, সৌদি আরবের আফিফ প্রান্তের বাসিন্দা নাদির বিন দহেম ওয়াহক আল মুর্শিদি আল ওতাবি এখন নিজের পঞ্চম বিয়ের উৎসবে মজে আছেন। সোশ্যাল মিডিয়ায় তার একটি ভিডিও-ও ভাইরাল হয়েছে। সেই ভিডিওর কমেন্ট বক্সে বৃদ্ধকে শুভেচ্ছাও জানাচ্ছেন মানুষজন।
এমনকি ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে, ঐ বৃদ্ধর এক নাতী তাকে বিয়ের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। ভিডিও থেকে একটা কথা স্পষ্ট যে, তিনি বেজায় খুশি। সম্প্রতি এই বিষয়ে সৌদির সবচেয়ে বৃদ্ধ হিসেবে দুবাইয়ের আরবিয়া টিভির সঙ্গে একটি ইন্টারভিউ নিয়ে নিজের বক্তব্য জানিয়েছেন ওই ব্যক্তি।
ঐ ব্যক্তির মতে, বিয়ে ‘সুন্নাত’। তার মতে, অবিবাহিত লোকেদের বিয়ে করে নেওয়া উচিত। তিনি বলেছেন, ইসলামে পয়গম্বর মহম্মদ এটিকে পরম্পরা বলেছেন। তার মতে, ”বিয়ে আমার সুস্থ-সবল থাকার রহস্য” তিনি এখানই থামতে চাননা। এরপর আরও বিয়ে করার আগ্রহ প্রকাশ করেছেন ঐ আরবি বৃদ্ধ। এবং বিষয়টা তার কাছে রীতিমত গর্বের।
আরবের ঐ ব্যক্তির দাবি, ‘এটি আল্লাহর সামনে বিশ্বাস এবং গর্ব করার বিষয়। বিয়ে করলে জীবনে শান্তি আসে এবং সংসারে সমৃদ্ধি আসে। বিয়ে করাই আমার সুস্থ সবল শরীরের রহস্য। যে সমস্ত যুবকেরা বিয়ে করতে ভয় পান বা দ্বিধা বোধ করেন, আমি সেই সমস্ত যুবকদের বিয়ে করার পরামর্শ দেব, যাতে তাঁরা ধর্ম বাঁচাতে পারেন এবং সম্পূর্ণ জীবনের জন্য নিজেকে তৈরি করতে পারেন।’
90 برس کی عمر میں پانچویں شادی رچانے والے معمر ترین سعودی دلہا نے کنوارے نوجوانوں کا کیا مشورہ دیے، ویڈیو دیکھیےhttps://t.co/laYvvZpxUy pic.twitter.com/da0hb4WE3w
— العربیہ اردو (@AlArabiya_Ur) July 13, 2023
তার আরও সংযোজন, “আমি নিজের হানিমুনে খুব খুশি। বিবাহ শারীরিক আরাম এবং সুখ। আর এটা কে বলেছে যে বৃদ্ধ হয়ে গেলে বিয়ে করতে পারবেন না!” জানা গেছে মোট ৫ টি সন্তানের জন্ম দিয়েছেন অল আতাবি। যার মধ্যে ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়ে গিয়েছে। তবে তিনি আরও সন্তানের জন্ম দিতে চান। অল আতাবির কথায়, ‘এখন তো আমার সন্তানদেরও সন্তান হয়ে গিয়েছে। কিন্তু আমি এখনও সন্তান উৎপাদন করতে চাই।’