শিশুরা যেতে পারবেনা হজে! ভারতীয়দের ভিসা পলিসিতে একাধিক পরিবর্তন সৌদি আরবের

বাংলাহান্ট ডেস্ক : সৌদি আরবের (Saudi Arabia) তরফে হজ (Hajj) যাত্রীদের জন্য আনা হল বেশ কিছু বড় পরিবর্তন। ২০২৫ সালে হজ যাত্রায় নিয়ে যাওয়া যাবে না কোনো শিশুকে। সৌদি আরবের হজ এবং উমরাহ মন্ত্রক জানিয়েছে, হজে অতিরিক্ত ভিড়ের কারণে বিপদ হতে পারে শিশুদের। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হজ নিয়ে সৌদি আরবের (Saudi Arabia) নয়া নিয়ম

সৌদি প্রশাসন জানাচ্ছে, সুষ্ঠু ও নিরাপদ হজ যাত্রার লক্ষ্যেই হজে শিশুদের (Children) আগমন নিষিদ্ধ করা হয়েছে। হজ ও উমরাহ মন্ত্রক আরো জানিয়েছে, ২০২৫ সালে প্রথমবারের মতো হজে আসা যাত্রীরা যাতে বেশি গুরুত্ব পান সেই বিষয়টি নিশ্চিত করার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে হজ যাত্রা (Hajj Yatra) অত্যন্ত পবিত্র।

আরোও পড়ুন : মাধ্যমিকের মাঝেই পুলিশের দ্বারস্থ মধ্যশিক্ষা পর্ষদ! হঠাৎ কী হল? জোর শোরগোল

জীবনে অন্তত একবার হজ যাত্রা অত্যন্ত সৌভাগ্যের বিষয় বলে মনে করেন ইসলামপন্থীরা। তাই যারা প্রথমবারের মতো এবছর হজে অংশ নিতে চলেছেন তাদের বাড়তি গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে সৌদি আরব প্রশাসন। পাশাপাশি সৌদি আরবের (Saudi Arabia) তরফে পরিবর্তন আনা হয়েছে ভিসা ক্ষেত্রেও।

Saudi Arabia rules for Hajj Yatra

সৌদি আরবের (Saudi Arabia) তরফ থেকে ১৪ টি দেশের নাগরিকদের দেওয়া হবে সিঙ্গল এন্ট্রি ভিসার অনুমোদন। উল্লেখ্য, এই ১৪ টি দেশের তালিকায় রয়েছে ভারতের নামও। বেআইনিভাবে হজ যাত্রার ফলে প্রতিবছর মাত্রারিক্ত ভিড় হয় হজে। সেই বেআইনি হজ যাত্রীদের রুখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

আরোও পড়ুন : আরো বিপাকে রণবীর! মহারাষ্ট্র-অসমের পর এবার মধ্যমগ্রামেও FIR দায়ের ইউটিউবারের বিরুদ্ধে

ভারতের পাশাপাশি সিঙ্গেল এন্ট্রি ভিসার তালিকায় রয়েছে আলজিরিয়া, বাংলাদেশ, ইজিপ্ট, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডন, মরোক্কো, নাইজিরিয়া, পাকিস্তান, সুদান, টিউনিশিয়া এবং ইয়েমেন। নয়া ভিসা পলিসির আওতায় উল্লেখিত দেশগুলির নাগরিকদের মাল্টিপল এন্ট্রি ভিসার অনুমোদন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে সৌদি সরকার। হজ যাত্রীরা রেজিস্ট্রেশন করাতে পারবেন নুসুক অ্যাপ কিংবা অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে।

অনলাইনেই হবে হজ যাত্রীদের ডকুমেন্ট ভেরিফিকেশন। পাশাপাশি হজ যাত্রীদের জন্য ইএমআই পদ্ধতিও চালু করা হয়েছে। রেজিস্ট্রেশন সম্পন্ন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা করতে হবে ২০ শতাংশ টাকা। বাকি টাকার ২০% করে টাকা ইনস্টলমেন্টে মেটানো যাবে রমজান ও শাওয়ালের সময়ে। ফাইনাল পেমেন্টের পরই সম্পন্ন হবে চূড়ান্ত রেজিস্ট্রেশন ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর