মুখ নেই সেই কারণে নির্বাচিত সাংসদদের প্রার্থী করেছে বিজেপি, কটাক্ষ সৌগত রায়ের

বাংলাহান্ট ডেস্কঃ তৃতীয় এবং চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি (bjp)। সেই তালিকা দেখেই বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)। বিজেপির এই প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায়, নিশীথ প্রামাণিকরা।

বিজেপির এই প্রার্থী তালিকা প্রকাশের পরই কটাক্ষ করে সৌগত রায় বললেন, ‘বিজেপির কাছে যোগ্য প্রার্থীর যে অভাব রয়েছে, তা এই তালিকা থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে। ওঁরা ৪ জন সাংসদকে মনোনয়ন দিয়েছে। তাঁর মধ্যে ১ জন রাজ্য সভার মনোনীত সাংসদ এবং বাকি ৩ জন লোকসভার নির্বাচিত সাংসদ। তাঁর মানে এনারা জিতলে তাদের আসনে আবারও উপনির্বাচন হবে। কিন্তু সেটা তো কেউই চায় না’।

46 Saugata Roy

বিজেপির মুখ নেই বলে আক্রমণ করে তিনি বলেন, ‘বাবুল সুপ্রিয়, লকেট চট্টোপাধ্যায়, নিশীথ প্রামাণিককে আবারও ওঁরা ডেকে এনেছে। ওদের তো প্রার্থী নেই। যার কারণে প্রার্থীর অভাবে বিজেপি হারার আগেই হেরে গেল। তবে আমি আশা করি, লোকসভায় আরও ৩ বছর আরামে থাকতে না দেওয়ার জন্য এই প্রার্থীরা প্রতিবাদ করবেন। জোর করে তাদের বাঘের মুখে ফেলে দেওয়া হল’।

পরিবারতন্ত্রের অভিযোগ তুলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রবীন্দ্রনাথ ভট্টাচার্য্যকে প্রার্থী করায় সৌগত রায় বলেন, ‘ওনার ৮৮ বছর বয়স। উনি এখন একটা শালগ্রাম শিলার মত। নিজে চলতে পারেন না, ওনাকে তুলে নিয়ে যেতে হয়। তারুণ্যের উপর এতোই জোর দিচ্ছে বিজেপি, যে কারণে ৮৮ বছরের রবীন্দ্রনাথবাবুকে প্রার্থী করতে হচ্ছে! বিজেপির নিয়ম অনুযায়ী ৭৫ বছরের বেশি বয়সী কেউ কেন্দ্রের সাংসদ বা মন্ত্রী হতে না পারলেও, বাংলায় প্রার্থীর অভাবে এখন রবীন্দ্রনাথবাবুকে প্রার্থী করছে, সব নিয়ম নিজেরাই ভাঙ্গছে’।


Smita Hari

সম্পর্কিত খবর