‘‘ও শুভেন্দু অধিকারীর পায়ের জুতোর যোগ্য নয়,” নাম না করে অভিষেককে আক্রমণ সৌমিত্র খাঁর

বাংলা হান্ট ডেস্কঃ লড়াইয়ের ময়দানে দুই দলের সেনাপতি! আজ শনিবার, বাংলায় শুভেন্দু বনাম অভিষেক! শুভেন্দু গড়ে অভিষেক, আর অভিষেকের এলাকায় শিশির পুত্র। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) বাড়ির কাছেই কাঁথিতে (Kanthi) বিশাল জনসভার ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) অন্যদিকে, ডায়মন্ড হারবারে (Diamond Harbour) পাল্টা সভার হাক দিয়েছেন বিরোধী দলনেতা।

দুই সেনাপতির সভা নিয়ে বঙ্গ জুড়ে প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক তখনই তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বাঁকুড়া বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে উদ্দেশ্য করে প্রকাশ্যে তার মুখে শোনা গেলো , ‘‘ও শুভেন্দু অধিকারীর পায়ের জুতোর যোগ্য নয়, তিনি আবার কবে থেকে নেতা হলেন?’’ বিজেপি সাংসদের এই বিস্ফোরক মন্তব্য ঘিরে আলোড়ন বঙ্গ-রাজনীতিতে ।

বিগত কিছুদিন ধরেই দুই দলের মধ্যে শব্দের তীর ছোড়াছুড়ি ক্রমশ তীক্ষ্ণ হচ্ছিলো। এককথায়, শাসক-বিরোধী দ্বন্দে যখন রীতিমতো কাঁপছে বাংলার মাটি, দুই দলের অন্দরে জ্বলছে ক্ষোভের আগুন ঠিক সেই মুহূর্তে বিজেপি সাংসদের এই মন্তব্য কার্যত ঘি ঢালার কাজ করে দ্বিগুণ উত্তপ্ত করল দ্বন্দ্বের আগুন।

প্রসঙ্গত, এর আগে একুশের বিধানসভা ভোটের সময় শুভেন্দু গড়ে জনসভা করেছিলেন অভিষেক ব্যানার্জী। সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সেই সভায় ভিড় হয়েছিল চোখে পরার মতো। জনজোয়ারে ভেসেছিল কাঁথি। শনিবারে আরও একবার শুভেন্দু গড়ে অভিষেকের সভা প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, জনবিস্ফোরণ ঘটবে অভিষেকের সভায়। তৃণমূল সৈনিকের এই সভা ঘিরে চরম উদ্দীপনা দেখা গিয়েছে সেখানকার মানুষের মধ্যে। পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে আজ দ্বিগুন সফল হবে অভিষেকের কাঁথি সভা।

সেই সঙ্গে, শাসকদলকে জোর টেক্কা দিয়ে পিছিয়ে নেই বিরোধী শিবিরও। আদালত থেকে সভার অনুমতি পাওয়ার পর থেকেই জোর কদমে চলছে ডায়মন্ড হারবার সভার প্রস্তুতি। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। এর আগে ‘খেলা হবে’ রব শোনা গেছে দুই দলের নেতাদের কণ্ঠেই। তবে আজ কোন দলের যোদ্ধা সভার মাঠে গোল দেয় সেটাই এবার দেখার বিষয়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর