রাজ্যের ভয়াবহ স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দ্বারস্থ সৌমিত্র খাঁ, তুলে দিলেন অভিযোগ পত্র

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ডঃ হর্ষবর্ধনের (Harsh Vardhan) দ্বারস্থ বিজেপির সাংসদ তথা বঙ্গ বিজেপির যুব মোর্চার প্রেসিডেন্ট সৌমিত্র খাঁ (Saumitra Khan)। উনি রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর কাছে একটি অভিযোগ পত্রও তুলে দেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

এর আগে গতকাল ভয়াবহ পরিস্থিতি থেকে রাজ্যবাসীকে উদ্ধার করতে অমিত শাহ (Amit Shah) এর দ্বারস্থ হয়েছিলেন বিজেপির দুই সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan) এবং নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-কে চিঠি লিখে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করলেন বিজেপির দুই সাংসদ। উল্লেখ্য, রাজ্যে দিন দিন বেড়ে চলেছে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি। আর দুই দিনে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন দুই বিজেপি কর্মী। এরপরই অমিত শাহ এর দরবারে যান বিজেপির এই দুই সাংসদ।

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা জানান ওনারা। চিঠিতে পরপর দুই দিন দুই বিজেপি কর্মীর একই স্টাইলে দেহ উদ্ধারের কথাও জানান ওনারা। রামনগরের বিজেপি কর্মী পূর্ণচন্দ্র দাস এবং গৌতম পাত্র-এর কথাও উল্লেখ করে ওনারা চিঠিতে লেখেন, রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। প্রায় দিনই কোন না কোন বিজেপি কর্মীকে তৃণমূলের গুণ্ডাদের হাতে প্রাণ হারাতে হচ্ছে। রাজ্যের প্রশাসন তৃণমূল নেত্রীর কথা মতো কাজ করছে। দোষীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

WhatsApp Image 2020 07 31 at 3.33.43 PM

ওনারা লেখেন, দিনদিন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাও ভেঙে পড়ছে। রাজ্যের মানুষেরা বিনা চিকিৎসায় একে একে মৃত্যুর মুখে ঢলে পড়ছেন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে ব্যর্থ হয়েছে মমতা ব্যানার্জীর সরকার। এমত অবস্থায় রাজ্যবাসীকে এই মেডিকেল এমার্জেন্সিতে উদ্ধার করতে আপনি নিজে হস্তক্ষেপ করুন। চিঠিতে লেখা হয়, আপনি যেমন দিল্লীর দায়িত্ব নিজের কাঁধে নিয়ে সেখানে করোনার বিরুদ্ধে বড় জয় হাসিল করেছেন, তেমনই এরাজ্যেও আপনাকে দায়িত্ব নিতে হবে।


Koushik Dutta

সম্পর্কিত খবর