“তৃণমূল নাট্য কোম্পানি…বাঙালির মর্যাদা রাখে না”, লোকসভায় শাসকদলের বিরুদ্ধে গর্জে উঠলেন সৌমিত্র খাঁ

Published on:

Published on:

Saumitra Khan roars against TMC in the Lok Sabha.

বাংলা হান্ট ডেস্ক: আগামী বছর অর্থাৎ ২০২৬ সালেই হতে চলেছে বিধানসভা ভোট। এমতাবস্থায়, প্রতিটি রাজনৈতিক দলই ইতিমধ্যেই ভোটযুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে। এদিকে, বিগত বছরগুলিতে দেখা দিয়েছে যে পশ্চিমবঙ্গে নির্বাচনের আবহে বিভিন্ন হিংসাত্মক ঘটনায় প্রাণ হারিয়েছেন বহুজন। এমতাবস্থায়, আগামী নির্বাচনে যাতে তার পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়েই লোকসভায় দাঁড়িয়ে গর্জে উঠলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)।

কী জানিয়েছেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)?

পাশাপাশি, তিনি (Saumitra Khan) স্পষ্ট জানিয়েছেন যে, যদি কেউ রাজনৈতিক হত্যার শিকার হন সেক্ষেত্রে যাতে তাঁর পরিবারের কোনও সদস্য চাকরি পান সেই বিষয়টি রাজ্য সরকারকে নিশ্চিত করতে হবে। শুধু তাই নয়, তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে সৌমিত্র স্পষ্ট জানান যে, “আমরা প্রতিদিনই দেখছি লোকসভায় একটা নাটক চলছে। আর সেই নাটক কারা করছে? তৃণমূল কংগ্রেসের সাংসদরা।”

সৌমিত্র (Saumitra Khan) বলেন, রাজ্যে মহিলাদের ধর্ষণ করা হচ্ছে। তাঁরা আক্রণের শিকার এবং খুন করা হচ্ছে। এছাড়াও, তৃণমূল সরকার বাঙালিদের মর্যাদা করে না বলেও দাবি জানান তিনি। তাঁর কথায়, “এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করে গিয়েছিলেন, পুরো দলটাই নাটক করে। একটা নাট্য কোম্পানি এসেছে। আর কিছু নেই।”

আরও পড়ুন: লক্ষ লক্ষ বিনিয়োগকারীর খুলবে কপাল! ভারতের সবথেকে বড় IPO আনতে চলেছেন মুকেশ আম্বানি

এদিকে, সৌমিত্র (Saumitra Khan) জানান, “ভারতের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বাঙালি এগিয়ে চলবো। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রতিদিন খুন করে চলেছেন। আর এখানে দাঁড়িয়ে তারা নাটক করছে।” ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি ভিডিও “X” মাধ্যমে সামনে এনেছেন সৌমিত্র। যেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, “শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির হাতে বাংলা ও বাঙালি নিরাপদে রয়েছে। মমতা সরকারের আমলে বাংলা ও বাঙালি দিন দিন মরছে।”

আরও পড়ুন: মেদিনীপুরের মেয়ে গড়লেন ইতিহাস! ১৩ ঘন্টা ৪৫ মিনিটে ইংলিশ চ্যানেল অতিক্রম করলেন আফরিন

পাশাপাশি তিনি (Saumitra Khan) তৃণমূলের সাংসদদের উদ্দেশ্যে জানান, “আপনাদের প্রতি লজ্জা। তৃণমূলের সাংসদরা ভূ-ম্যারেটিভ ছাড়ানো থেকে শুরু করে কুম্ভীরাশ্রু প্রদর্শন করে চলেছেন।” প্রসঙ্গত উল্লেখ্য যে, লোকসভায় দাঁড়িয়ে বিভিন্ন ইস্যুতে শাসক দলের বিরুদ্ধে তোপ দাগেন সৌমিত্র। পাশাপাশি, তৃণমূলের সাংসদদের বিরুদ্ধেও সুর চড়ান তিনি।