বৌমা দেশি না বিদেশী এটাই জানেন না মমতা ব্যানার্জী! বিস্ফোরক মন্তব্য সৌমিত্র খাঁয়ের

বাংলা হান্ট ডেস্কঃ নির্বাচনী প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপির যুব মোর্চার সভাপতি তথা বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। আজ বাঁকুড়ার রতনপুরে একটি সভা করেন সৌমিত্র খাঁ, সেখান থেকে তিনি তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একযোগে নিশানা করেন তিনি। সৌমিত্র খাঁ তৃণমূলকে আক্রমণ করে বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে দেওয়া বাড়ি নিজেদের নাম করে চালাচ্ছে তৃণমূল সরকার।

সৌমিত্র খাঁ বলেন, আমরা ক্ষমতায় এলে বাঁকুড়ার প্রতিটি বাড়িতে বাড়িতে জলের কল পৌঁছে দেব। তিনি বলেন, আমরা ক্ষমতায় এলে রাজ্যে দুর্নীতি হবে না। সৌমিত্র খাঁ তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, তৃণমূলের যুব সাংসদ কয়লা কাণ্ডে জড়িত। সৌমিত্র খাঁ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানেন না যে ওনার বৌমা দেশি না বিদেশী, নারুলা না বন্দ্যোপাধ্যায়।

বলে রাখি, বাঁকুড়াকে পাখির চোখ করে রেখেছে বিজেপি। গত ২০১৯-এর লোকসভায় বাঁকুড়ায় অভূতপূর্ব ফল করেছিলে বিজেপি। আর সেই ফলকে ধরে রাখতে কোমর বেঁধে নেমেছে বিজেপির নেতৃত্ব। একদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাঁকুড়ায় একটি জনসভা করেন, ওই জনসভায় ব্যাপক সাড়াও পেয়েছে বিজেপি নেতৃত্ব। আর সেই কারণে বাঁকুড়ায় বিধানসভার প্রতিটি আসনে জয়ের লক্ষে নেমেছে বিজেপি।


Koushik Dutta

সম্পর্কিত খবর