‘এসব বিজেপির কালচার নয়’, কংগ্রেসে যোগ দেওয়ার ‘গুজব’ নিয়ে মুখ খুললেন সৌমিত্র খাঁ

বাংলা হান্ট ডেস্ক: বিষ্ণুপুরের বিজেপি (BJP) সাংসদ কংগ্রেসে ফিরছেন? মঙ্গলবার এমনই জল্পনা ছড়াল রাজ্য-রাজনীতিতে। তার অবশ্য কারণ আছে। বাঁকুড়ায় শুক্রবার কংগ্রেসের (Congress) আয়োজিত একটি স্মরণসভা ও রক্তদান শিবিরের অনুষ্ঠানে সৌমিত্র খাঁ (Saumitra Khan) উপস্থিত হন। আর তাই নিয়েই যত জল্পনা।

প্রসঙ্গত, এক বছর আগে প্রয়াত কংগ্রেস নেতা তড়িৎ কুমার কোলের স্মৃতিতে বাঁকুড়ার (Bankura) কোতুলপুর ব্লকের সিহড় এলাকায় শুক্রবার কংগ্রেস একটি স্মরণসভা ও রক্তদান শিবিরের (Blood Donation Camp) আয়োজন করে। সেখানে উপস্থিত হন সৌমিত্র। ভাইরাল হওয়া ভিডিওয় (Viral Video) কংগ্রেস নেতাদের সঙ্গে খোশমেজাজে দেখা যায় তাঁকে।

যদিও কংগ্রেসে যোগদানের বিষয়টি একেবারে ‘গুজব’ বলে মন্তব্য করেছেন সৌমিত্র খাঁ। বাংলা হান্টকে তিনি বলেন, ‘তড়িৎ কোলে দীর্ঘদিন এই এলাকার দাপুটে নেতা ছিলেন। তাঁর সঙ্গে আমার সম্পর্ক খুবই ভাল ছিল। তাই ওঁর স্মৃতির উদ্দেশে একটি রক্তদান শিবির ছিল। সেখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। এটা কোনও অন্যায় নয়। কংগ্রেস কেন সেখানে তৃণমূলও ছিল। যদি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) সঙ্গে কথা বলতে পারেন, তাহলে আমি সৌজন্য দেখালেই দোষ? যা বলা হচ্ছে পুরোটাই গুজব।’

saumitra khan election

উল্লেখ্য, প্রথমে কংগ্রেসেই ছিলেন সৌমিত্র‌। ২০১৪-র লোকসভা নির্বাচনের আগে তিনি ঘাসফুলে যান। তৃণমূলের টিকিটে ২০১৪ সালে বিষ্ণুপুর লোকসভা থেকে জিতে সাংসদ হন। তবে তৃণমূলের সঙ্গে বেশিদিন ঘর করতে পারেননি তিনি। ২০১৯-এর লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তাঁকে বিষ্ণুপুর কেন্দ্রের প্রার্থীও করে গেরুয়া শিবির। জয়লাভও করেন।

যদিও ঘরের ছেলে যদি ফিরতে চায় তাহলে তাতে স্বাগত জানিয়েছে হাত শিবির। প্রদেশ কংগ্রেসের সদস্য দেবু চট্টোপাধ্যায় বলেন, ‘এটা কোনও যোগদানের বিষয় নয়। সাংসদ হিসাবে সৌমিত্রবাবু এসেছেন। আর কেউ যদি যোগদান করতে চায় তাহলে স্বাগত।’ যদিও গোটা বিষয়টাই গুজব (Fake News), তিনি বিজেপিতেই আছেন বলে জানিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ।

Monojit

সম্পর্কিত খবর