খেলা না থাকলে সৌরভ (saurabh ganguly) পুজোর কটা দিন নিজের পাড়ায় কাটাতেই ভালোবাসেন। এবারেও তা অন্যথা ঘটল না। মরু শহরের আইপিএল চলা কালীন বাড়িতে চলে এলেন বিসিসিআই সভাপতি। আর প্রতি বছরের মতোই এবছরেও নিজের পাড়ার পূজা মন্ডপে উপস্থিত হলেন মহারাজ।
ভারতের অন্যতম সফল ক্যাপ্টেন, গড অফ অফসাইড, সফল ধারাভাষ্যকার থেকে বিসিসিআই এর সভাপতি যেরূপেই থাকুন না কেন পুজোয় সৌরভ একেবারে ঘরের ছেলে। আজ অষ্টমীর দিন পাড়ার পুজো বেহালার প্লেয়ার্স কর্ণারের পুজোতে সকালেই আকাশি পাঞ্জাবিতে দেখা গেল মহারাজকে।
পাড়ার ক্লাবে সৌরভকে পাওয়া গেল একেবারেই চেনা মেজাজেই। অঞ্জলি না দিলেও জমিয়ে আড্ডা মারলেন। সন্ধিপুজোও দেখলেন তিনি।
খেলোয়াড়ি জীবনে খেলার জন্য প্রবাসে থাকতে হয়েছে দুর্গোৎসবে। তবে পুজোর সময়টা যে মহারাজ পরিবার ও পাড়ার মানুষদের সাথে কাটাতে ভালোবাসেন তা কারো অজানা নয়। বিশ্বখ্যাত হয়েও তিনি অন্তর থেকে বাঙালি তাই পুজোর কটা দিন কলকাতা ছেড়ে অন্যকোথাও থাকার কথা ভাবতেই পারেন না সৌরভ।