অনিন্দিতাকে লুকিয়ে পাহাড় ভ্রমণ সৌরভ-মধুমিতার, ডানা মেলছে নতুন সম্পর্ক!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অনিন্দিতাকে (anindita bose) ছেড়ে মধুমিতার (madhumita sarkar) প্রেমে পড়েছেন সৌরভ দাস (saurav das)। অনিন্দিতা বসুর সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকার মাঝেই তৃতীয় ব‍্যক্তি হিসেবে মধুমিতা সরকারের আগমন ঘটেছে সৌরভের জীবনে। কয়েক মাস ধরে এমনি গুঞ্জন শোনা যাচ্ছে টলিপাড়ার আনাচে কানাচে। এই বিষয়ে এর আগেই সাফাই দিয়েছেন তিন জনেই। কিন্তু সম্প্রতি এমন একটি প্রমাণ পাওয়া গিয়েছে যে সৌরভ মধুমিতার সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন তৈরি হয়েছে।

সৌরভ ও মধুমিতা একত্রে ‘চিনি’ ছবিতে অভিনয় করেছেন। টলিপাড়ায় গুঞ্জন ওই ছবির শুটিংয়ের সময়েই দুজনের রিল রসায়ন রিয়েল সম্পর্কে পরিণতি পেতে শুরু করে। সম্প্রতি শোনা গিয়েছিল, অনিন্দিতার মুম্বই থাকার সুযোগ নিয়েই একসঙ্গে সময় কাটান তাঁরা। এবারেও লকডাউনের আগে পার্টি করেছেন নাকি দুজনে।


এবার ফের কিছু ছবি প্রকাশ‍্যে এসেছে যেখানে দুজনের ‘গোপন’ সম্পর্কের আরো কিছু প্রমাণ মিলেছে। শোনা গিয়েছিল, ‘চিনি’র পরে একত্রে পাহাড় ঘুরেও এসেছিলেন সৌরভ মধুমিতা। এবার সেই ভ‍্যাকেশনেরই কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। উত্তর বঙ্গের কোনো এক হোম স্টে তে ঘুরতে গিয়েছিলেন দুজনে। সেখানকারই কিছু ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।


এর আগে সৌরভ দাসের প্রেমিকা অনিন্দিতা জানিয়েছিলেন, এই ধরনের ভিত্তিহীন গুজবে কান দিতে রাজি নন তিনি। অনেকদিন ধরেই লিভ ইন করছেন তিনি সৌরভের সঙ্গে। গত বছর পুজোর আগেই নতুন বাড়িতেও শিফট করেছেন দুজন। সেখানেই শান্তির নীড় সাজিয়েছেন তাঁরা। এই নতুন বাড়ির নাম দিয়েছেন ‘প্রথম অধ‍্যায়’।

মুখ খুলেছেন মধুমিতাও। তাঁর বক্তব‍্য, একা মহিলা বলেই যার সঙ্গে খুশি তাঁর নাম জড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি বিবাহবিচ্ছিন্না। উপরন্তু তাঁর প্রাক্তন স্বামীর নামও সৌরভ। দুটো মিলিয়েই এই ধরনের গুজব ছড়াচ্ছেন নেটিজেনরা। সেই সঙ্গে চিনি ছবিতে সৌরভ ও তাঁর অনস্ক্রিন রসায়নকেও গুজব ছড়ানোর জন‍্য দায়ী করেছেন। তবে সম্প্রতি কানাঘুঁষো শোনা যাচ্ছে সৌরভের ‘নতুন’ সম্পর্কের জেরে মন ভেঙেছে অনিন্দিতার।

সম্পর্কিত খবর

X