সৌরভ আসলে দাদা নন, ‘বৌদি’! মন্টু পাইলটের এত বছরের সিক্রেট ফাঁস বোনের

বাংলাহান্ট ডেস্ক: টলিপাড়ার ‘মন্টু পাইলট’ সৌরভ দাস (Saurav Das)। ছোটপর্দা থেকে বড়পর্দায় তাঁর উত্থানের পর জনপ্রিয়তা আরো বেড়েছে অভিনেতার। পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সৌরভের ভিন্ন ধরণের স্বভাব চরিত্রের জন্যও তিনি আলাদা করে নজর কাড়েন। দর্শকদের হাসাতে তাঁর জুড়ি মেলা ভার।

এক্ষেত্রে সৌরভের সঙ্গে ভালো পাল্লা দিতে পারেন তাঁর বোনও। আর পাঁচজন ভাই বোনের মতোই ভালবাসা আর খুনসুটিতে ভরা তাদের সম্পর্ক। তবে একবার দিদি নাম্বার ওয়ানে এসে সৌরভের সম্পর্কে যে গোপন তথ্য তিনি ফাঁস করেছিলেন তা শুনে হেসে লুটোপুটি খাওয়ার জোগাড় হয়েছিল দর্শকদের।

সৌরভ দাস,বোন,অরুণিমা,বৌদি,দাদা,দিদি নাম্বার ওয়ান,অভিনেতা,saurav das,sister,arunima,brother,didi number one,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

কয়েক বছর আগে বোন অরুণিমাকে নিয়ে দিদি নাম্বার ওয়ানে এসেছিলেন সৌরভ। সেখানেই অরুণিমা বলে বসেন, সৌরভ যেমন তাঁর দাদা, আবার বৌদিও। তাঁর কথা শুনে সবাই যখন অবাক তখন ব্যাপারটা সামাল দিতে মুখ খোলেন সৌরভ নিজেই। তিনিই ফাঁস করেন বৌদি রহস্য।

অভিনেতা জানান, তাঁদের বাবা মা দুজনেই চাকুরিরত হওয়ায় ছোট থেকে ক্রেসে বড় হয়েছেন তাঁরা ভাই বোন। সেখানে যে মহিলা তাদের দেখাশোনা করতেন তাকে সকলে বৌদি বলেই ডাকত। তাই শুনে শুনে ছোট্ট অরুণিমার প্রথম বুলিই ছিল বৌদি। দাদাকেই তিনি সারাদিন বৌদি বৌদি বলে ডেকে যেতেন। সৌরভ জানান, অনেকের নাকি ধারণা হয়েছিল তাঁর ডাকনাম বৌদি।

অরুণিমা এদিন জানিয়েছিলেন, সৌরভ পড়াশোনা করতেন না বলে বাবা মায়ের সমস্ত আশা পূরণ করার ভার চেপেছিল তাঁর কাঁধে। আর তাই ছোট বোনকে খুশি রাখতে প্রায়ই নাকি স্কুল ফেরত অরুণিমাকে বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্কস খাওয়াতেন সৌরভ। টাকা আসত মায়ের ব্যাগ থেকে লুকিয়ে। বড় হয়ে সেকথা সর্বসমক্ষে ফাঁস করে দিতেই সৌরভের বক্তব্য, ‘দুধ দিয়ে কালসাপ পুষেছি’!