ভারতীয় ক্রিকেটে ফের একবার ফিরছে দ্রাবিড়-লক্ষণ জুটি, ঘোষনা সৌরভ গাঙ্গুলির

বাংলা হান্ট ডেস্কঃ অধিনায়ক পর্বে তার সব থেকে বড় গুণ ছিল প্রতিভাকে খুঁজে বের করার চোখ। কারণেই এক সময় তার হাতে তৈরি হওয়া সেওয়াগ, হরভজন, ধোনি, যুবরাজরা ভারতকে পরবর্তী ক্ষেত্রে এনে দিয়েছেন একের পর এক সম্মান। এবার বিসিসিআইয়ের অধ্যক্ষ হিসেবেও একের পর এক বড় পদক্ষেপ নিয়ে চলেছেন সৌরভ। একদিকে যেমন বর্তমান ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে রাজি করানোর ক্ষেত্রে বড় ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি, তেমনই এবার ফের একবার সামনে এল দাদার ম্যান ম্যানেজমেন্ট স্কিলস।

রাহুলকে ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করায় খালি হয়ে গিয়েছিল ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের পদটি। শুরু থেকেই জানা গিয়েছিল এই পদের জন্য উঠে আসছে ভিভিএস লক্ষণের নাম। কিন্তু বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী জয় শাহ সহ অনেক কর্মকর্তা রাজি হলেও রাজি হচ্ছিলেন না লক্ষণই। তবে এবার দ্রাবিড়ের মতোই তাকেও রাজি করালেন দাদাই।

সম্প্রতি সংবাদ মাধ্যম এএআই-এর তরফ থেকে তার কাছে জানতে চাওয়া হয়েছিল, লক্ষণ কি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব নিচ্ছেন? তার উত্তরে এই খবরকে সঠিক বলেই জানিয়েছেন দাদা। অর্থাৎ ফের একবার ভারতীয় ক্রিকেট দেখতে চলেছে দ্রাবিড় লক্ষণ জুটিকে। এক সময় মাঠে ভারতের জন্য অসাধ্য সাধন করেছে এই জুটি, নানান কঠিন পরিস্থিতি থেকে ভারতীয় দলকে উদ্ধার করেছেন তারা।

kumble laxman

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর এই মুহূর্তে আরেকটি নিদারুণ কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে ভারত। একইসঙ্গে পরিবর্তন হয়েছে অধিনায়কও। এবার এই কঠিন পরিস্থিতিতেকে ভারতকে ফের একবার দ্রাবিড় লক্ষণ জুটি জয়ের শিখরে পৌঁছে দিতে পারেন কিনা সে দিকেই নজর থাকবে সকলের।

 

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর