বাংলাহান্ট ডেস্ক : শ্রাবণ মাসকে দেবাদিদেব শিবের (Lord Shiva) মাস বলে মনে করা হয়। হিন্দু ধর্মে (Hinduism) এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুণ্যার্থীরা শ্রাবণের প্রতি সোমবার শিবের জন্যে ব্রত পালন করেন। মনে করা হয় দেবাদিদেবের আরাধনার মাধ্যমে সমস্ত মনস্কামনা পূরণ হয়। একই সঙ্গে ধর্মপ্রাণ মানুষেরা মনে করেন, এই মাসে কিছু কাজ খুবই শুভ আবার কিছু কাজ করা একেবারেই ঠিক নয়।
আগামীকাল অর্থাৎ ১০ই জুলাই থেকে শুরু হচ্ছে ২০২৩ সালের শ্রাবণ সোমবার। আর এই বছর প্রথম সোমবারের বিশেষ তাৎপর্য আছে। গজকেশরী যোগ শুরু হবে এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে। তাই, এই সোমবার থেকে শুরু করে সারামাসব্যাপী যারা বাবা ভোলানাথের জন্য উপোস রাখবেন তাদের উদ্দেশ্যেই আজকের এই প্রতিবেদন। চলুন, সোমবারের নিয়ম পালনের বিষয়ে জেনে নেওয়া যাক।
যারা প্রতি সোমবার উপোস রাখবেন, তারা কোনভাবেই কিন্তু কোন অন্যায় কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলবেন না। এই সময়ে শিব অত্যন্ত সুখী অবস্থায় থাকেন, কথিত আছে সন্ধ্যায় শিবলিঙ্গের রুদ্রাভিষেক করলে মহাদেব সাধকের সমস্ত কষ্ট দূর করেন। তবে, শিবকে দুধ অর্পণ করা হলেও স্বভোজনের ক্ষেত্রে কিন্তু দুধ ব্যবহার করা যাবে না।
বাবা ভোলানাথের আরাধনা করার সময় কালো পোশাক পড়া একেবারেই উচিত নয়। শুধু তাই নয়, শ্রাবণ মাসের প্রথম সোমবার সন্ধ্যায় ঘুমিয়ে পড়বেন না। পরিবর্তে এই সময় শিবের আরাধনা করুন। পুজোর সময় ভুল করেও তুলসি পাতা ব্যবহার করবেন না। তুলসি পাতা ভগবান শিবকে রুষ্ট করে। নারকেলের জলের পরিবর্তে ভগবান শিবকে নারকেল নিবেদন করুন।