বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দার অতি পরিচিত মুখ সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। শুধু অভিনয় নয়, সোশ্যাল মিডিয়া ভ্লগিংয়ের দৌলতেও তাঁর পরিচিতি রয়েছে। এই কারণেই সম্প্রতি পরিচিতি আরও বেড়েছে তাঁর। এই জনপ্রিয়তায় ভর করে কি রাজনীতির জগতে পা দেবেন তিনি? এ বিষয়ে এবার মুখ খুললেন অভিনেতা।
রাজনীতিতে যোগ দেবেন সায়ক (Sayak Chakraborty)?
সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে রাজনীতি নিয়ে মুখ খোলেন সায়ক (Sayak Chakraborty)। রাজনীতি এবং বিনোদন জগৎ ক্রমশই জড়িয়ে পড়ছে পরস্পরের সঙ্গে। অতীতেও নির্বাচনের আগে বহু অভিনেতা অভিনেত্রীকে যোগ দিতে দেখা গিয়েছে রাজনীতিতে। আগামী বছরই আবার রয়েছে বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনীতি নিয়ে নিজের মতপ্রকাশ করলেন সায়ক (Sayak Chakraborty)।
কী জবাব অভিনেতার: রাজনীতির বিষয়ে সায়ক (Sayak Chakraborty) স্পষ্টই বলেন, তাঁর এতে কোনও আগ্রহ নেই। নাগরিক হিসেবে ভোট দেওয়া দায়িত্ব, তাই ভোট দিতে যান। অভিনেতার কথায়, ‘আমি রাজনীতি জানি না। তাই যেটা জানি না, সেটায় না জড়ানোই ভালো’। আপাতত নিজের কেরিয়ার আর পরিবার নিয়েই ব্যস্ত সায়ক। অভিনয় করছেন দু দুটি সিরিয়ালে, সঙ্গে চলছে চুটিয়ে ভ্লগিং।
আরও পড়ুন : ‘TMC গেলেই বাংলায় আসল বদল আসবে’, BJP-কে একটা ‘সুযোগ’ দেওয়ার আর্জি মোদীর
কিনেছেন নতুন জমি: কিছুদিন আগেই নতুন জমি কিনেছেন সায়ক (Sayak Chakraborty)। জানা গিয়েছে, বাইপাসের ধারেই জমি কিনেছেন তিনি। মায়ের নামে করেছেন রেজিস্ট্রি। আর তিন মাস পর বাড়ির প্ল্যান আসলেই শুরু করে দেবেন কাজ। জমি কেনার খরচও শেয়ার করেছেন তিনি সংবাদ মাধ্যমে। ৭৫ লক্ষ টাকা খরচ করে জমি কিনেছেন সায়ক (Sayak Chakraborty)। তবে তিনি জানান, এটি কোঅপারেটিভের জমি। তাই ৯৯৯ বছরের জন্য লিজে নিয়েছেন।
আরও পড়ুন : খাস নবান্নেও ‘সিভিক’ দৌরাত্ম্য! অনুমতি ছাড়া আর প্রবেশ নয়, টনক নড়তেই সতর্ক প্রশাসন
এর মাঝেই ‘বিয়ে’র জন্যও চর্চায় রয়েছেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি বিয়ের রীতিনীতির কিছু ছবি শেয়ার করেছেন সায়ক (Sayak Chakraborty)। সেখানে তাঁকে দেখা গিয়েছে, ঘিয়ে রঙা পাঞ্জাবি, লাল ধুতি, মাথায় টোপর পরা। পাশে পাত্রী জনপ্রিয় অভিনেত্রী অয়ন্যা চট্টোপাধ্যায় (Ayanna Chatterjee)। সত্যিই কি বিয়েটা (Marriage) সেরে ফেললেন সায়ক অয়ন্যা? আদৌ আসল বিয়ে করেছেন তাঁরা, নাকি সবটাই কোনও প্রমোশন বা শুটের অংশ তা সায়ক না জানালেও চলছে চর্চা।