আমি রাজনীতিতে যোগ দিলে কারোর অসুবিধে হওয়ার কথা নয়, জল্পনা তুঙ্গে তুললেন সায়নী

বাংলাহান্ট ডেস্ক: বিজেপির (bjp) বিরুদ্ধে মুখ খোলায় সময় থেকেই একের পর এক বিতর্কে জড়িয়েছে অভিনেত্রী সায়নী ঘোষের (sayani ghosh) নাম। ‘জয় শ্রীরাম’ ধ্বনি নিয়ে কটাক্ষ করায় তাঁর একটি পুরনো টুইট ঘিরে চরম ট্রোল হতে হয়েছে সায়নীকে। এমনকি পরোক্ষে ‘যৌনকর্মী’ বলেও তাঁকে কটাক্ষ করেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। পালটা তৃণমূলের (tmc) থেকে সম্পূর্ণ সমর্থন পেয়েছেন সায়নী। খোদ মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় দিয়েছেন নিরাপত্তা।

এবার রাজনীতিতে (politics) যোগ দেওয়া নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন সায়নী। এক সাক্ষাৎকারে তিনি সাফ জানান, তাঁর নামে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। তিনি কোনো দুর্নীতিও করেননি। তাহলে তাঁর রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নয়।

111327 1
কিন্তু কোন‌ পার্টিতে যোগ দিচ্ছেন তা খোলসা করেননি সায়নী। তবে তাঁর মুখে এবারো শোনা গিয়েছে মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বন্দনা। কথা রেখেছেন মুখ‍্যমন্ত্রী, সায়নীকে নিরাপত্তা দিয়েছেন তিনি। অভিনেত্রীর কথায়, “এমন হুমকিও পেয়েছি, রাত ২টোয় কাজ করে বাড়ি ফেরে, মারতে ২ মিনিটও লাগবে না। আমার নিরাপত্তার দায়িত্ব কি আমার ৬৫ বছরের মা বাবা নেবে? দেবলীনাদিও প্রচুর হুমকি পেয়েছে। তাই ওঁকেও নিরাপত্তা দেওয়া হয়েছে। এই নিয়ে বড় ইস‍্যু করার কিছু নেই।”

তবে সম্প্রতি এক টেলিভিশন চ‍্যানেলের বিতর্কে সায়নীকে কটাক্ষ করেন অভিনেতা রাহুল।বন্দ‍্যোপাধ‍্যায়। তাঁর বক্তব‍্য, ‘ভবিষ‍্যতের ভূত’ ছবিটি মুক্তি আটকে দেওয়ায় তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন সায়নী। এদিকে এখন মদন মিত্রকে বাংলার ক্রাশ বলছেন‌।

উত্তরে অভিনেত্রী জানান, তিনি মদন মিত্রকে বাংলার ক্রাশ বলেছেন, বাংলার মেয়েদের নয়। সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছিল অর্জুন সিংহ ও মদন মিত্রের। সেখানে তিনি নিজেকে বাংলার ক্রাশ বলে দাবি করেন। সেই ভিডিওর প্রসঙ্গ তুলেই একটু মজা করেছিলেন বলে দাবি করেন সায়নী।

Niranjana Nag

সম্পর্কিত খবর