‘আমাকে তো প্রধানমন্ত্রীর মতো দেখতে লাগলে..,’ নিজের সাদামাটা লুকের রহস্য ফাঁস করলেন সায়নী ঘোষ

Published on:

Published on:

Sayani Ghosh opens up about her Mamata Banerjee look and simplicity
Follow

বাংলা হান্ট ডেস্কঃ সিনেমা জগত থেকে রাজনীতির মঞ্চ, দুই ক্ষেত্রেই নিজের কাজের ছাপ ফেলেছেন সায়নী ঘোষ (Sayani Ghosh)। একজন অভিনেত্রী হিসেবে যেমন দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন, তেমনই তৃণমূল কংগ্রেসের তরুণ মুখ হিসেবেও তিনি আজ দলের অন্যতম কান্ডারী। তাঁর বক্তৃতা শুনতে ভিড় জমায় জনতা, সামাজিক মাধ্যমে ছড়ায় আলোচনার ঝড়। অনেকে আবার বলেন, সায়নীকে হুবহু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই দেখতে। এতদিন এই মিল নিয়ে নানা রকম আলোচনা হয়েছে। এই নিয়ে এবার মুখ খুললেন সায়নী নিজেই।

‘দলের নেত্রীর মতো দেখতে!’ কী বললেন সায়নী (Sayani Ghosh)?

দলের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের আদলের সাথে মিল রয়েছে সায়নীর (Sayani Ghosh)। এই প্রসঙ্গে সায়নী বলেন, “আমি যার দল করছি, আমাকে তো আমার দলের নেত্রীর মতোই দেখতে হবে। আমাকে তো হঠাৎ করে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো দেখতে লাগলে হবে না। কিংবা সিপিএম দলের কোনও নেতার মতো দেখতে লাগলে হবে না। আমাকে তো আমার দলের নেত্রীর মতোই দেখতে লাগবে।”

সায়নী (Sayani Ghosh) জানান, রাজনীতিতে আসার আগে থেকেই তিনি খুব সাধারণভাবে থাকতে পছন্দ করেন। এই প্রসঙ্গে সায়নী বলেন,“আমি চিরকাল ভীষণ সিম্পল থাকতে ভালোবাসি। আমি যখন রাজনীতিতে আসিনি, তখনও খুব সাজগোজ করতাম না। চুল বেঁধে, খোঁপা করে, মালা লাগাতে কেউ কখনও দেখেনি আমাকে। আমি চিরকাল এমনই ছিলাম, আর এমনই থাকব।”

‘আমার মুখ্যমন্ত্রীর সাদামাটা জীবন ভীষণ ভালো লাগে’, বললেন সায়নী

মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রশ্ন করা হলে সায়নী (Sayani Ghosh) বলেন, “আমার মুখ্যমন্ত্রীর সাদামাটা জীবন ভীষণ ভালো লাগে। উনি যেভাবে নিজেকে সহজভাবে ধরে রেখেছেন, সেটাই আমিও করতে চেষ্টা করি। নিজেকে খুব সহজভাবে সকলের সামনে মেলে ধরার চেষ্টা করি আমি।”

উল্লেখ্য, রাজনীতির পাশাপাশি আবারও অভিনয়ে ফিরছেন সায়নী (Sayani Ghosh)। তিনি জানিয়েছেন, বর্তমানে একজন জনপ্রতিনিধি হিসেবে সব ধরনের চরিত্রে অভিনয় করা তাঁর পক্ষে সম্ভব নয়। তবে এবার যে ছবিতে কাজ করেছেন, তার চরিত্রটি এতটাই পছন্দ হয়েছে যে এক কথায় রাজি হয়ে যান তিনি।

Sayani Ghosh opens up about her Mamata Banerjee look and simplicity

আরও পড়ুনঃ “জেল খাটব, কিন্তু দেশ ছাড়ব না”, SIR নিয়ে সুর বদল অনুব্রতর

আগামী ২১ নভেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি। সেখানে সায়নীকে (Sayani Ghosh) দেখা যাবে এক গৃহ সহায়িকার ভূমিকায়। এই ছবিতে একাধিক জুটি থাকছেন। প্রথম দম্পতির চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত ও কৌশিক গঙ্গোপাধ্যায়, সঙ্গে পাওলি দাম। দ্বিতীয় দম্পতিতে সঙ্গীতা সিনহা ও ইন্দ্রনীল সেনগুপ্ত, সঙ্গে চান্দ্রেয়ী ঘোষ। তৃতীয় দম্পতির ভূমিকায় থাকছেন রাজনন্দিনী ও জন ভট্টাচার্য, আর তাঁদের সঙ্গেই দেখা যাবে সায়নী ঘোষকে।