‘বহু মানুষ চিনেছি’, চার মাস পর হঠাৎ উদয়, প্রকাশ্যে ক্ষমা চাইলেন সায়ন্ত

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : মাস চারেক আগে টেলিপাড়ায় চর্চার কেন্দ্রে উঠে এসেছিল একটি নাম, সায়ন্ত মোদক (Sayanta Modak)। অভিনেতা তথা ইউটিউবারের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ এনেছিলেন দেবচন্দ্রিমা সিং রায়, কিরণ মজুমদার এবং প্রিয়াঙ্কা মিত্র। তিন তারকা একযোগে সরব হয়েছিলেন সায়ন্তর (Sayanta Modak) বিরুদ্ধে। উঠেছিল শারীরিক হেনস্থার অভিযোগ। তারপরেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়া থেকে যেন গায়েব হয়ে যান সায়ন্ত।

চার মাস পর সক্রিয় সায়ন্ত মোদক (Sayanta Modak)

অভিনেতা হিসেবে ক্যামেরার সামনে তাঁকে দেখা গিয়েছিল ঠিকই, কিন্তু ইউটিউব থেকে যেন উধাও হয়ে গিয়েছিলেন তিনি। অবশেষে চার মাস পর আচমকাই উদয় হলেন সায়ন্ত (Sayanta Modak)। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়েই ক্ষমা চাইতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু কার কাছে হঠাৎ ক্ষমাপ্রার্থী হলেন অভিনেতা?

Sayanta modak shared a apology video

ভিডিও বার্তায় কী বললেন তিনি: দীর্ঘ ৪ মাস পর হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ফিরলেন সায়ন্ত (Sayanta Modak)। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, সকলের জীবনেই ওঠাপড়া, হারজিত রয়েছে। তেমনই একটি পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলেন তিনি। এই সময়টা নিজেকে গুছিয়ে নিতে সময় নিয়েছিলেন বলে জানান সায়ন্ত।

আরও পড়ুন : উৎসবের মুখে ‘কল্পতরু’ পূর্ব রেল, ৩ টি স্টেশনের জন্য একগুচ্ছ ‘স্পেশ্যাল’ ট্রেনের ঘোষণা, লটারি লাভ যাত্রীদের

কী বললেন সায়ন্ত: অভিনেতা বলেন, ‘গত কিছু মাসের পরিস্থিতি আমাকে ভালোর জন্য বদলাতে সাহায্য করেছে। আশা করি আমি একেবারে বদলে গিয়েছি’। চার মাস পর আবারও ভ্লগিং জীবনে ফিরেছেন বলে জানান সায়ন্ত। তিনি আরও বলেন, যারা এই খারাপ সময়ে ভালো কমেন্ট করে তাঁর পাশে ছিলেন তাদের তিনি ধন্যবাদ জানাতে চান। সায়ন্তর (Sayanta Modak) কথায়, এই কয়েক মাসে বহু মানুষ চিনতে পেরেছেন তিনি। যাদের বন্ধু ভাবতেন তারা কঠিন সময়ে ফেলে পালিয়েছেন তাঁকে। বাইক দুর্ঘটনার কথা জানিয়ে সায়ন্ত বলেন, এই বিরতিটার প্রয়োজন ছিল তাঁর।

আরও পড়ুন : সারাদিন বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, ভোগান্তি কাটাতে বিকল্প রুট কোনটা? এল বড় আপডেট

প্রসঙ্গত, সায়ন্ত মোদক, বাংলা ইউটিউব জগতের পরিচিত মুখ। সঙ্গে অভিনয়ও করেন টুকটাক। চার মাস আগে হঠাৎ করেই তাঁর ‘কীর্তি’ ফাঁস হয়ে পড়ে সকলের সামনে। প্রথমেই মুখ খোলেন সায়ন্তর সদ্য প্রাক্তন প্রেমিকা কিরণ। ভিডিওতে আনেন একের পর এক অভিযোগ। বিশেষ করে তাঁর গায়ে অভিনেতা হাত তুলতেন শুনে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। তবে অতীত ভুলে আবার নতুন করে সবটা শুরু করতে চান তিনি। এতদিন ভ্লগ না করার জন্য ক্ষমাও চেয়ে নেন সায়ন্ত।